কেউ বলে ফাল্গুন Lyrics | Keu Bole Phalgun Lyrics
কেউ বলে ফাল্গুন
কথা : জটিলেশ্বর মুখোপাধ্যায়।
সুর : জটিলেশ্বর মুখোপাধ্যায়।
মূল কন্ঠশিল্পী : জটিলেশ্বর মুখোপাধ্যায়
কেউ বলে ফাল্গুন Lyrics
কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ
কেউ বলে দখিনা কেউ বলে মাতাল বাতাস আমি বলি আমার দীর্ঘশ্বাস।
কেউ বলে নদী কেউ তটিনী, কেউবা নাম দিয়েছে নাম তরঙ্গিনী
আমিতো তাকে কোনো নামে ডাকিনি – সে যে আমার চোখেই জলোচ্ছাস।
জোনাকীর নাম নাকি আঁধার মাণিক, আমি তো দেখি আগুন জ্বলে ধিকি ধিক্।
খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ঐ আকাশ রঙিন
তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ্ আমি শুনি ঝড়ের পূর্বাভাস।।
2 thoughts on “কেউ বলে ফাল্গুন Lyrics | Keu Bole Phalgun Lyrics”