Boishakhi Shuveccha Nio
বৈশাখী শুভেচ্ছা নিও
Song : Boishakhi Shuveccha Nio বৈশাখী শুভেচ্ছা নিও
Artist : Nagar Baul James
Album : Boishakhi Mela
Genre : Boishakhi Songs
জেমস্
James
Boishakhi Shuveccha Nio
টিফিনের পয়সা বাঁচিয়ে
তোমায় কিনে দেওয়া
সে রুমাল চেপে
এখনো কেন কাঁদো
কি হবে প্রদীপ জ্বেলে
স্মৃতির সাথে
সাপ লুডু খেলে
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল উড়িয়ে দিও
বৈশাখী শুভেচ্ছা নিও
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল উড়িয়ে দিও
বৈশাখী শুভেচ্ছা নিও
সকালের শুরু থেকে
গোধূলির রঙ
হয়তো তোমার কাছে অন্য লাগে
জোছনাও সে তো আজ হয়ে গেছে ফিকে
তোমার একরাশ রাগ আনুরাগে
কি হবে প্রদীপ জ্বেলে
স্মৃতির সাথে সাপ লুডু খেলে
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল উড়িয়ে দিও
বৈশাখী শুভেচ্ছা নিও
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল উড়িয়ে দিও
বৈশাখী শুভেচ্ছা নিও
আরে তুমি তেমন নেই আমি
যেমন যান্ত্রিক জীবনের নাটকীয়তা
রং তুলি সাজিয়ে একোনা তাকে
একোনা পুরনো সেই অধ্যায়
কি হবে প্রদীপ জ্বেলে
স্মৃতির সাথে
সাপ লুডু খেলে
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল উড়িয়ে দিও
বৈশাখী শুভেচ্ছা নিও
টিফিনের পয়সা বাঁচিয়ে
তোমায় কিনে দেওয়া
সে রুমাল চেপে
এখনো কেন কাঁদো
কি হবে প্রদীপ জ্বেলে
স্মৃতির সাথে সাপ লুডু খেলে
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল উড়িয়ে দিও
বৈশাখী শুভেচ্ছা নিও
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল উড়িয়ে দিও
বৈশাখী শুভেচ্ছা নিও
বৈশাখী শুভেচ্ছা নিও