পলাশ ঢাকা কোকিল ডাকা Lyrics | Polash Dhaka Kokil Daka Lyrics

পলাশ ঢাকা কোকিল ডাকা Lyrics | Polash Dhaka Kokil Daka Lyrics

দেশের গান

 

Table of Contents

পলাশ ঢাকা কোকিল ডাকা Lyrics


পলাশ ঢাকা কোকিল ডাকা
আমার এ দেশ ভাই রে
ধানের মাঠে ঢেউ খেলানো
এমন কোথাও নাই রে।।


ছল ছল ছলিয়ে নিরবোধী
রূপালী হার বইছে নদী।
দখিন হাওয়ায় দোল জাগানো।
পরশ বুকে পাই রে।।


ঝর ঝর ঝরিয়ে বাশের পাতা
চোখে স্বপন আনে
অনেক কথার রূপকথা যে
নীরব মায়ায় টানে
গুন গুন গুনিয়ে বাতাস এসে
কলমি ফুলের গন্ধে মেশে
ফসল ভরা মাঠের ডাকে।
মন হারিয়ে যায় রে।।

 

Polash Dhaka Kokil Daka Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *