আমার দেহ-নদীর বেগ থাকে না | Amar Deho-Nodir Beg Thake Na | Key Lyrics

আমার দেহ-নদীর বেগ থাকে না
Amar Deho-Nodir Beg Thake Na
Key Lyrics
ফকির লালন সাঁই
আমার দেহ-নদীর বেগ থাকে না ।
বাঁধবো কয় মোহানা
কাম-জ্বালাতে জ্বলে মরি
কৈ হল রে উপাসনা ।।
কালীধার ও পূবের ঘাটে
এক মৃণালে তিন ফুল ফোটে
যোগ ছাড়া চলে না
আমি ভুলব বলে সে ফুলের মূল
ছয় পাগলের গোল মেটে না ।।
নদীরও উজান বাঁকে
অজাগরে ফণা ধরে
কুম্ভীরের কারখানা
ঘাটে পার হইয়া যায় রসিক সুজন
লালনের ভাগ্যে তাও হল না ।।
আমার দেহ-নদীর বেগ থাকে না | Amar Deho-Nodir Beg Thake Na | Key Lyrics

Check Also

a logo for keylyrics.com

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics | Amar Doyal Baba Kebla Kaba Lyrics

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics Amar Doyal Baba Kebla Kaba Lyrics   আমার দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *