প্রেম জান না প্রেমের হাটের বুল বুলা | Prem Jano Na Premer Hater Bul Bula | Key Lyrrics

প্রেম জান না প্রেমের হাটের বুল বুলা
Prem Jano Na Premer Hater Bul Bula
Key Lyrrics
ফকির লালন সাঁই
প্রেম জান না প্রেমের হাটের বুল বুলা ।
কথায় দেখি ব্রহ্ম আলাপ
মন গলদ ষোল কলা ।।
বেশ করে সে বৈষ্ঠমগিরি
রস নাহি তার গোমর ভারি
হরি নামে ঢু ঢু তারি
তিনগাছি তার জপে মালা ।।
খাদা বাদাম ভূত চালানি
সেইটা বটে গন্য জানি
ও তোর সাধুর হাটের ঘুসঘুসানি
প্রেম গুনেতে পাও চালা ।।
মন মেতেছে মদন রসে
সদায় থাকে সেই আবেশে
লালন বলে মিছে মিছে
লব লবানি প্রেম উতলা ।।
প্রেম জান না প্রেমের হাটের বুল বুলা | Prem Jano Na Premer Hater Bul Bula | Key Lyrrics

Check Also

শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ | Shri Mad Bhaktivinad Biraha Dashakam | হা হা ভক্তিবিনোদঠক্কুর

শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ Shri Mad Bhaktivinad Biraha Dashakam হা হা ভক্তিবিনোদঠক্কুর শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *