আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে | Amar Kontho Hote Gaan Ke Nilo Bhulaye

আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে

Amar Kontho Hote Gaan Ke Nilo Bhulaye

 

আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে

 

আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে,
সে যে বাসা বাঁধে নীরব মনের কুলায়ে॥


মেঘের দিনে শ্রাবণ মাসে যূথীবনের দীর্ঘশ্বাসে
আমার-প্রাণে সে দেয় পাখার ছায়া বুলায়ে॥


যখন শরৎ কাঁপে শিউলিফুলের হরষে
নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে।
গভীর রাতে কী সুর লাগায় আধো-ঘুমে আধো-জাগায়,
আমার স্বপন-মাঝে দেয় যে কী দোল দুলায়ে॥

 

Amar Kontho Hote Gaan Ke Nilo Bhulaye

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *