Pahar Jabo | পাহাড় যাবো | Tasrif Khan | Jisan Khan Shuvo | Official Music Video | Kureghor Band
Song: Pahar Jabo (পাহাড় যাবো)
Singer: Tasrif Khan , Jisan Khan Shuvo
Written and Composed by : Tasrif Khan , Jisan Khan Shuvo
Music: Amzad Hossain
Cast: Kureghor Band
Directed by: Farhan Ahmed Rafat
Dop: Sk Jony
Drone: Rizu
Edit: Imran Hossain Shanto, Farhan Ahmed Rafat
Color: Farhan Ahmed Rafat
Pahar Jabo Lyrics
চল পাহাড় যাবো
পাহাড় যাবো
জুমঘরে ঘুম দেবো খুব
মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক
পাহাড়ে…
মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক
পাহাড়ে…
কীরস্তঙ এর গাছের ফাঁকে
মেঘেরা লুকিয়ে থাকে
কিছু দূর হেঁটে এক পাড়ায় যাবো চল
বিন্নি ধানের চাল চড়িয়ে
বাশ কুড়োল মাখিয়ে
এক পৃথিবী তৃপ্তি নিয়ে
খাবি কি না বল!
সন্ধে নামে এলে
জোনাক দেবে আলো
জীবিনের গল্প
না বলাই রয়ে গেলো।
কংক্রিটের জীবন থেকে
যন্ত্রণা ফেলে রেখে
পাহাড়ি ঝর্ণাতে ভিজবো সবে চল
ঝিরির জলে মন ভিজিয়ে
খানিক জিরিয়ে নিয়ে
চোখ মেল দেখবি যেনো
সর্গ অবিকল!
মাচাং ঘরের ফাঁক ফোঁকরে
ঢুকবে চাঁদের আলো
না দেখা জীবনটারে
দেখা একটু হলো
চল পাহাড় যাবো।