কতদিন পরে এলে একটু বসো Lyrics
Koto Din Pore Ele Ektu Boso Lyrics
কতদিন পরে এলে একটু বসো
Koto Din Pore Ele Ektu Boso
তাল: দাদরা (৬ মাত্রা)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
Song: Kato Din Pare Ele
Film Title: Chyanika
Artist: Hemanta Mukherjee
Lyricist: Pulak Banerjee
কতদিন পরে এলে একটু বসো Lyrics
কতদিন পরে এলে
[কতদিন পরে এলে একটু বসো]-২
তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন
কতদিন পরে এলে।
[আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে]-২
সেই ঝড় একটু উঠুক
তোমার মনের ঘরে।
বহুদিন এমন কথা
বলার ছুটি পাইনি যেন
কতদিন পরে এলে একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন
কতদিন পরে এলে।
[জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা]-২
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা
চেনা গান বাজলো যদি
বেজেই আবার থামবে কেন
কতদিন পরে এলে একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন
কতদিন পরে এলে।
Koto Din Pore Ele Ektu Boso Lyrics