National Anthem of the Republic of India All Language | ভারতের জাতীয় সংগীত | Jana Gana Mana | जन-गण-मन | জনগণমন

Lyrics

National Anthem of the Republic of India All Language
ভারতের জাতীয় সংগীত
Jana Gana Mana

जन-गण-मन

জনগণমন
National anthem
রবীন্দ্রনাথ ঠাকুর
Composer: Rabindranath Tagore
Lyricist: Rabindranath Tagore
Adopted: 24 January 1950

 

National Anthem of the Republic of India All Language

 

Jana Gana Mana Lyrics in Bangla

National Anthem Lyrics in Bangla

জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে
প্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী।
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি।
দারুণ বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে
সঙ্কটদুঃখত্রাতা।
জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে।
দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে
স্নেহময়ী তুমি মাতা।
জনগণদুঃখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে –
গাহে বিহঙ্গম, পূণ্য সমীরণ নবজীবনরস ঢালে।
তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে
তব চরণে নত মাথা।
জয় জয় জয় হে জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।

Jana Gana Mana Lyrics in Hindi

National Anthem Lyrics in Hindi

जन-गण-मन अधिनायक जय हे
भारत भाग्य विधाता
पंजाब, सिन्धु, गुजरात, मराठा
द्रविड, उत्कल, बंग
विंध्य हिमाचल यमुना गंगा
उच्छल जलधि तरंग
तब शुभ नामे जागे
तब शुभ आशिष माँगे
गाहे तब जय गाथा
जन-गण-मंगलदायक जय हे
भारत भाग्य विधाता

जय हे, जय हे, जय हे
जय, जय, जय, जय हे

Jana Gana Mana Lyrics in English

National Anthem Lyrics in English

Jana-Gan-Mana-Adhinayaka,
Jaya He
Bharata-Bhagya-Vidhata
Punjab-Sindhu-Gujarata-Maratha
Dravida-Utkala-Banga
Vindhya-Himachala-Yamuna-Ganga
Uchchhala-JaladthaTaranga
Tava Subha Name Jage
Tava Subha Ashisa Mage
Gahe Tava Jaya Gatha.
Jana-Gana-Mangala Dayaka, Jaya He
Bharata-Bhagya-Vidhata,
Jaya He, Jaya He, Jaya He,
Jaya, Jaya, Jaya, Jaya He

Jana Gana Mana Lyrics in English Translate

National Anthem Lyrics in English Translate

Thou art the ruler of the minds of all people,
The dispenser of India’s destiny.
Thy name rouses the hearts of Punjab, Sind,
Gujarat and Maratha,
Of the Dravida and Odisha and Bengal;
It echoes in the hills of the Vindhyas and Himalayas,
mingles in the music of Jamuna and Ganges and is
chanted by the waves of the Indian Sea.
They pray for thy blessings and sing thy praise.
The saving of all people waits in thy hand,
Thou dispenser of India’s destiny.
Victory, victory, victory to thee.

Jana Gana Mana Lyrics in Bengali

National Anthem Lyrics in Bengali

Jano Gano Mano Adhinaayako Jayo Hey,
Bhaarato Bhaagyo Bidhaataa

Panjaabo Sindhu Gujaraato Maraathaa,
Draabiro Utkalo Bango

Bindhyo Himaachalo Jamunaa Gangaa,
Uchchhalo Jalodhi Tarango

Tabo Shubho Naamey Jaagey,
Tabo Shubho Aashisho Maagey Gaahey Tabo Jayogaathaa

Jano Gano Mangalo Daayako,
Jayo Hey Bhaarato Bhaagyo Bidhaataa

Jayo Hey, Jayo Hey, Jayo Hey,
Jayo Jayo Jayo, Jayo Hey

Jana Gana Mana Lyrics in Tamil

National Anthem Lyrics in Tamil

தேசிய கீதம்

ஜன கண மண அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா

பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா

விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஐலதி தரங்கா

தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா

ஜய ஹே ஜய ஹே ஜய ஹே
ஜய ஜய ஜய ஜய ஹே

Jana Gana Mana Lyrics in Kannada

National Anthem Lyrics in Kannada

Jana Gana Mana – ಜನ ಗಣ ಮನ Song Lyrics
ಜನ ಗಣ ಮನ ಅಧಿನಾಯಕ ಜಯ ಹೇ
ಭಾರತ ಭಾಗ್ಯ ವಿಧಾತಾ
ಪಂಜಾಬ ಸಿಂಧು ಗುಜರಾತ ಮರಾಠಾ
ದ್ರಾವಿಡ ಉತ್ಕಲ ವಂಗ
ವಿಂಧ್ಯ ಹಿಮಾಚಲ ಯಮುನಾ ಗಂಗಾ
ಉಚ್ಛಲ ಜಲಧಿ ತರಂಗ
ತವ ಶುಭ ನಾಮೇ ಜಾಗೇ
ತವ ಶುಭ ಆಶಿಶ ಮಾಗೇ
ಗಾಹೇ ತವ ಜಯ ಗಾಥಾ
ಜನ ಗಣ ಮಂಗಲ ದಾಯಕ ಜಯ ಹೇ
ಭಾರತ ಭಾಗ್ಯ ವಿಧಾತಾ
ಜಯ ಹೇ ಜಯ ಹೇ ಜಯ ಹೇ
ಜಯ ಜಯ ಜಯ ಜಯ ಹೇ

Jana Gana Mana Lyrics in Malayalam

National Anthem Lyrics in Malayalam

Jana Gana Mana (Malayalam) Lyrics
ജന ഗണ മന അധിനായക ജയഹേ
ഭാരത ഭാഗ്യ വിധാതാ
പംജാബ, സിംധു, ഗുജരാത, മരാഠാ
ദ്രാവിഡ, ഉത്കല, വംഗ
വിംധ്യ, ഹിമാചല, യമുനാ, ഗംഗ
ഉച്ചല ജലധിതരംഗ

തവ ശുഭനാമേ ജാഗേ
തവ ശുഭ ആശിഷ മാഗേ
ഗാഹേ തവ ജയ ഗാഥാ
ജനഗണ മംഗലദായക ജയഹേ ഭാരത ഭാഗ്യവിധാതാ
ജയഹേ! ജയഹേ! ജയഹേ! ജയ ജയ ജയ ജയഹേ

Jana Gana Mana Lyrics in Telugu

National Anthem Lyrics in Telugu

Jana Gana Mana Lyrics In Telugu – National Anthem
జన గణ మన అధినాయక జయహే..
భారత భాగ్య విధాతా..
పంజాబ, సింధు, గుజరాత, మరాఠా,
ద్రావిడ, ఉత్కళ, వంగ..
వింధ్య, హిమాచల, యమునా, గంగ,
ఉచ్చల జలధితరంగ..

తవ శుభనామే జాగే..
తవ శుభ ఆశిష మాగే..
గాహే తవ జయ గాథా..
జనగణ మంగళదాయక జయహే భారత భాగ్యవిధాతా..
జయహే! జయహే! జయహే… జయ జయ జయ జయహే…

Jana Gana Mana Lyrics in Gujarati

National Anthem Lyrics in Gujarati

Jana Gana Mana lyrics in Gujarati

જાના ગના માના અધિનાયક જયા હે,
ભારત ભાગ્ય વિધાતા
પંજાબ સિંધુ ગુજરાત મરાઠા,
દ્રાવિડ ઉત્કલ બંગા
વિન્ધ્ય હિમાચલ યમુના ગંગા,
ઉચ્છલ જલધિ તરંગા
તવ શુભ નામે જાગે,
તવ શુભ આશીષ માઁગે
ગાહે તવ જયાગાથા
જાના ગના મંગલ દાયક,
જયા હે ભારત ભાગ્ય વિધાતા
જયા હે, જયા હે, જયા હે,
જયા જયા જયા, જયા હે

ઓહોરોહા ટોબા આહબાના પ્રચારિતા,
સુની તબ ઉદાર વાણી
હિન્દૂ બૌદ્ધ શિખા જૈન,
પારસિક મુસોલમૈન ક્રિસ્તાની
પૂરબ પશ્ચિમ આશે,
તબ સિંહાસના પાશે
પ્રેમોહારા હવ્યે ગાંથા
જાના ગના ઓઈક્યા વિધાયક જયા હે,
ભારત ભાગ્ય વિધાતા
જયા હે, જયા હે, જયા હે,
જયા જયા જયા, જયા હે

પોટોના અભ્ભુદયા બંધુરા પાંઠા,
યુગ યુગ ધાબિત યાત્રિ
હે ચિર સારતી,
તબ રતા ચકરેય
મુખરિત પતા દિન રાત્રિદારૂઁ વિપ્લબ માઝે,
તબ શંખ ધ્વનિ બજે
સંકટ દુખ ત્રતા
જાના ગના પથ પરિછાયક,
જયા હે ભારત ભાગ્ય વિધાતા
જયો હે, જયો હે, જયો હે,
જયો જયો જયો, જયો હે

ઘોર તિમિર ઘન નીબીરો,
નીશીતે પીડ઼િત મુરછિત દેશે
જાગ્રત છિલ તબ અબિચલ મંગલ,
નાટો નયન અનિમેશે
દુસવપ્ને આતંકે,
રક્ષા કરી અંકે
સ્નેહામાયી તુમી માતા
જાના ગના દુઃખ ત્રાયક,
જયા હે ભારત ભાગ્ય વિધાતા
જયા હે, જયા હે, જયા હે,
જયા જયા જયા, જયા હે

રાત્રિ પ્રભાતિલ ઉદિલ રવિછબી,
પૂર્બ ઉદય ગિરી ભાલે
ગાહે વિહંગમ પુણ્ય સુમિરન,
નવ જીવન રાશ ઢલે
તબ કરુનારૂઁ રાગે,
નિદ્રિત ભારત જગે
તબ ચરને નટ માથા
જયા જયા જયા હે, જયા રાજેશ્વર,
ભારત ભાગ્ય વિધાતા
જયા હે, જયા હે, જયા હે,
જયા જયા જયા, જયા હે.

Jana Gana Mana Lyrics in Assamese

National Anthem Lyrics in Assamese

jana gana mana lyrics in assamese

ৰাষ্ট্ৰীয় সংগীত

জন গণ মন অধিনায়ক জয় হে
ভাৰত ভাগ্য বিধাতা
পঞ্জাব সিন্ধু গুজৰাট মাৰাঠা
দ্ৰাৱিড় উৎকল বংগ
ৱিন্ধ্য হিমাচল যমুনা গংগা
উচ্ছল জলধি তৰঙ্গ
তৱ শুভ নামে জাগে,
তৱ শুভ আশিস মাগে,
গাহে তৱ জয়গাথা
জনগণ মংগলদায়ক জয় হে ভাৰত ভাগ্য ৱিধাতা
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে ॥

Jana Gana Mana Full Lyrics in Bangla

National Anthem Full Lyrics

জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!

পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ

বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ

তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে,

গাহে তব জয়গাথা।

জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!

জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে ॥

অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী

হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী

পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে

প্রেমহার হয় গাঁথা।

জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!

জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে ॥

পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ-যুগ ধাবিত যাত্রী।

হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি।

দারুণ বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে

সঙ্কটদুঃখত্রাতা।

জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!

জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥

ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে

জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে।

দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে

স্নেহময়ী তুমি মাতা।

জনগণদুঃখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!

জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে ॥

রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে–

গাহে বিহঙ্গম, পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে।

তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে

তব চরণে নত মাথা।

জয় জয় জয় হে, জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা!

জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে ॥

 

 

National Anthem

জনগণমন-অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসম বাংলা ভাষায় রচিত। গানটির রচনাকাল জানা যায় না। ১৯১১ খ্রিষ্টাব্দে জাতীয় কংগ্রেসের একটি সভায় এটি প্রথম গীত হয়। ১৯৫০ খ্রিষ্টাব্দে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত স্বীকৃতি লাভ করে এর প্রথম স্তবকটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম গানটিও সমমর্যাদায় জাতীয় সঙ্গীতের স্বীকৃতি লাভ করে। বর্তমানে জনগণমন ভারতের জাতীয় সংগীত বা রাষ্ট্রগান (ন্যাশানাল অ্যানথেম) ও বন্দেমাতরম ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত (ন্যাশানাল সং) বিবেচিত হয়।

জনগণমন-অধিনায়ক জয় হে ইমন রাগে কাহারবা তালে নিবদ্ধ। দীনেন্দ্রনাথ ঠাকুর এর স্বরলিপিকার। স্বরবিতান ১৬-তে এর স্বরলিপি মুদ্রিত। ভারত সরকার অনুমোদিত স্বরলিপিটি বিশ্বভারতী গ্রন্থনবিভাগ প্রকাশিত রাষ্ট্র সংগীত গ্রন্থে মুদ্রিত।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *