কাল তুমি বলেছিলে ভিক্টোরিয়ায়
Dil Tote Tote Ho Gaya (পাঞ্জাবী গান)
ছায়াছবি: বিচ্ছু
সঙ্গীত: আনন্দ রাজ
শিল্পী: সুদেশ ভোঁসলে ও জোজো
কাল তুমি বলেছিলে ভিক্টোরিয়ায়
হো এ হো এ হো এ হো এ হো এ হো এ
কাল তুমি বলেছিলে ভিক্টোরিয়ায়
নিয়ে যাবে বেড়াতে সঙ্গে আমায়
এই কাল তুমি বলেছিলে ভিক্টোরিয়ায়
নিয়ে যাবে বেড়াতে সঙ্গে আমায়
বলেছিলে খাওয়াবে ফোসকা বাদাম
রইলোনা তোমার কথারই দাম
ফাঁকি দিলে দিলে ফাঁকি,বন্ধু তুমি আমাকে
বাসবো না বাসবো না ভালো বন্ধু আর তোমাকে।
করো নাকো রাগ তুমি সুন্দরী
দোহাই তোমার দুটি পায়েতে পড়ি
থেকো না থেকো না চেয়ে গোমড়া মুখে
তুমি ছাড়া কেউ নেই এই বুকে
বলছি বলছি সত্যি বলছি,এমনটি আর হবেনা
এমন পাগল প্রেমিক তুমি,কোথায় খুঁজে পাবে না।
শুনবো না শুনবো না
কোনো কথা তোমার আমি শুনবোনা
কোনো স্বপ্নেরই জাল
আমি আর বুনবো না,শুনবো না।
তোমায় যাবো নিয়ে তাজ হোটেলে
সামনের মাসেতে মোটা মাইলে পেলে
আর হবে নাকো ভুল ভুল আর হবে না
বউ বাপের বাড়ি থেকে
যা যা বলেছিলি দিবি নাকি কানের দুল
কথায় কথায় তুমি দাও শুধু গুল
রোজ বলো দেবে তুমি গলার হার
এইভাবে কত মাস হয়ে গেল পার
শুনবো না আর শুনবো না গো
কোনো কথা শুনবো না
তোমার আশায় বসে থেকে
আর তো দিন গুনবো না।
দেব গো দেব গো সবকিছু
তোমায় কিনে দেবো গো
বিনিময়ে তোমায় বুকে টেনে নেব,দেব গো
বউ জানলে তোমায় ডিভোর্স দেবে
তখন বলো তুমি কী করবে?
করোনা হায় গো এমন ভুল
একূল ওকূল যাবে দুই কূল
যায় চলে যাক বউ বাপের বাড়ি
কী ক্ষতি হবে বলো আমারই
করবো নতুন করে তোমায় বিয়ে
বন্ধু-বান্ধব লোক জানিয়ে
পাবে পাবে টের পাবে হাড়ে হাড়ে পাবে টের
দেব না দেব না জায়গা,আসে যদি আবার ফের
ও ও ও ও ও ও ও ও ও ও ও