পথে পথে ওই বকুল পড়িছে ঝরিয়া লিরিক্স | Pathe Pathe Oi Bakul Porichhe Jhoriya Lyrics
পথে পথে ওই বকুল পড়িছে ঝরিয়া
Pathe Pathe Oi Bakul Porichhe Jhoriya
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: সত্য চৌধুরী
শিল্পী: সত্য চৌধুরী
পথে পথে ওই বকুল পড়িছে ঝরিয়া লিরিক্স
পথে পথে ওই বকুল পড়িছে ঝরিয়া,
চাঁদের স্বপনে নভোনীল গেছে ভরিয়া।
এসেছ কি তুমি প্রেয়সী?
আমি জাগি রাত স্বপ্নস্বর্গ গড়িয়া!
পথে পথে ওই বকুল পড়িছে ঝরিয়া।
রাঙা দোপাটিতে খোঁপাটি তোমার সাজায়ে
চরণে চরণে মধুমঞ্জির বাজায়ে,
এসেছ কি তুমি প্রেয়সী?
সুরভিত ওই বাঁকা পথরেখা ধরিয়া!
পথে পথে ওই বকুল পড়িছে ঝরিয়াম।
পবনের দোল নীপবনে কিগো শোনোনি?
[আকাশে-আকাশে রাতের তারা তো গোনোনি!]-২
অশোকে-পলাশে দুটি পদতল রাঙায়ে
পথের দু’পাশে অতসীর ঘুম ভাঙায়ে
এসেছ কি তুমি প্রেয়সী?
তোমারে এবার লব যে আপন করিয়া!
পথে পথে ওই বকুল পড়িছে ঝরিয়া।