Am Misti Jam Misti Tatul Boro Tok Lyrics
আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক Lyrics
আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক
Am Misti Jam Misti Tatul Boro Tok
Pritam Roy | Ria | Sumaiya Khan & robayed
Am Misti Jam Misti Tatul Boro Tok Lyrics
বন্ধু যখন রেডি হইয়া অফিস পথে যায়
সুট বুট তার লুক দেখিয়া
পরান জ্বইলা যায়
বন্ধু আমায় দেইখা হাসে
কি বা কইবার যায়
বুক ফাটে তো সইনা জ্বালা
মনের কাছে চাই
–আম মিষ্টি জাম মিষ্টি তেতুল বড়ই টক
তোমার সাথে প্রেম করিতে
আমার বড় শখ ।।।
ঘটম মশায় নতুন নতুন পোলা নিয়া আসে
কতো আর রিজেক্ট করবা আমার অপেক্ষাতে
চলো তুমি আমার সাথে থাইকো না আর ঘরে
আমি শুধু থাকতে চাই তোমার অন্তরে
ভাইগো না গো স্বপ্ন আমার
এই মন টা শুধু তোমার
তুমি যদি না বোঝো বুঝবো আমায় কে।।
–আম মিষ্টি জাম মিষ্টি তেতুল বড়ই টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
রেপ
এই মন মহিনি কন্যা
দিবো প্রেমের বন্যা
তুমি কইরা রাখো লক
তোমার করবো পূরন শখ
——————————-
সারাদিন কাজের ফাকে যখন সময় পাই
তোমারে ভাইবা মনটা একটু শান্তি পাই
কেমন কইরা কইমু তোমায় কতো ভালো বাসি
বুঝতে পারোনা তুমি
দেইখা মুখের হাসি
সবি বুঝো বন্ধু তুমি অবুঝ হইও না
তোমায় ছাড়া আর যে আমি থাকতে পারি না
কোন মায়াতে বাইন্ধা রাখছো বুঝতে পারি না
একলা ঘরে বইসা থাকি ভালো লাগে না
—
আম মিষ্টি জাম মিষ্টি তেতুল বড়ই টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ!!!
আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক Lyrics
Song: Am Misti Jam Misti Tatul Boro Tok
Singer: Pritam Roy, Ria Sarkar & Jojo Rapstar
Lyric : Ranju Bhai
Music: Jojo Rapstar
Lebel: Bangla Music 007
Production By : Bangla music 007 Team
The Official Song : আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক | Am misti Jam Misti Tatul Boro Tok | Pritam Roy | Ria Sarkar | Jojo Rapster | Robayed | Sumaiya Khan | Alex Abdus Salam | Mohammad Sifat | Official Music video