যার ভাবে আজ মুড়েছি মাথা Lyrics | Jar Vabe Murechi Matha Lyrics

যার ভাবে আজ মুড়েছি মাথা Lyrics

Jar Vabe Murechi Matha Lyrics

Lalon Geeti

 

যার ভাবে আজ মুড়েছি মাথা Lyrics

 

যার ভাবে আজ মুড়েছি মাথা।
সে জানে আর আমি জানি
আর কে জানে মনের কথা।।

মনের কথা রাখবো মনে
বলবো না তা কারো সনে।
ঋণ শুধিব কতদিনে
সদাই আমার সেই চিন্তা।।

সুখের কথা বোঝে সুখী
দুঃখের কথা বোঝে দুখী।
পাগল বোঝে পাগলের বোল
অন্যে কি বুঝিবে তা।।

যারে ছিদাম তোরা দুই ভাই
আমার বদহাল শুনে কাজ নাই।
বিনয় করে বলছে কানাই
লালন পদে রচে তা।।

 

 

Jar Vabe Murechi Matha Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *