যার ভাবে আজ মুড়েছি মাথা Lyrics
Jar Vabe Murechi Matha Lyrics
Lalon Geeti
যার ভাবে আজ মুড়েছি মাথা Lyrics
যার ভাবে আজ মুড়েছি মাথা।
সে জানে আর আমি জানি
আর কে জানে মনের কথা।।
মনের কথা রাখবো মনে
বলবো না তা কারো সনে।
ঋণ শুধিব কতদিনে
সদাই আমার সেই চিন্তা।।
সুখের কথা বোঝে সুখী
দুঃখের কথা বোঝে দুখী।
পাগল বোঝে পাগলের বোল
অন্যে কি বুঝিবে তা।।
যারে ছিদাম তোরা দুই ভাই
আমার বদহাল শুনে কাজ নাই।
বিনয় করে বলছে কানাই
লালন পদে রচে তা।।