তুমি এমন নিদয় হয়ো না
Tumi Emon Nidoy Hoyo Na
যামিনী গীতি
ও দয়াল মুর্শিদ ও ও ও,
তুমি এমন নিদয় হয়ো না।।
আমি স্বভাব দোষে রিপুর বশে
আমি দয়াল বলে ডাকিলাম না।।
দয়াল মুর্শিদ ও ও,
তুমি এমন নিদয় হয়ো না।
পড়িয়া কামিনীর ভুলে,
সর্বস্ব হারাইলাম মূলে ও।।
আমি কি করিব বলো খুলে ও।।
দয়াল আমার আশা মিটিল না।।
দয়াল মুর্শিদ ও ও ও
তুমি এমন নিদয় হয়ো না।
জন্ম নিয়ে মানুষ কূলে,
অকারনে দিন যায় চলে ও।।
আমি পারের সন্ধান জানব বলিয়া।।
দয়াল আমার মনের এই বাসনা।।
দয়াল মুর্শিদ ও ও
তুমি আমার নিদয় হয়ো না।
বেলার শেষে কান্দি বসে,
পার হইব বলো কিসে ও।।
পাগল যামিনী কয় ভবে এসে ও।।
দয়াল লাভ হইল ভব যাতনা।।
দয়াল মুর্শিদ ও ও
তুমি আমার নিদয় হয়ো না।
আমি স্বভাব দোষে রিপুর বশে ও।।
আমি দয়াল বলে ডাকিলাম না।।
দয়াল মুর্শিদ ও ও
তুমি এমন নিদয় হয়ো না।