করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন
Kori Kemne Sohoj Shuddho Prem Sadhona
ফকির লালন সাঁই
করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন।
প্রেম সাধিতে ফাঁপড়ে উঠে কাম নদীর তুফান।।
বলবো কি সেই প্রেমর কথা
কাম হয়েছে প্রেমের লতা
কাম ছাড়া প্রেম যথা তথা নয়রে আগমন।।
প্রেম রত্ন ধন পাবার আসে
ত্রিবেনী ঘাট বাঁধলাম কষে
কাম নদীর এক ধাক্কা এসে ছুটে যায় বাঁধন।।
পরম গুরু প্রেম প্রকৃতি
কাম গুরু হয় নিজ পতি
কাম ছাড়া প্রেম পায় কি গতি ভেবে কয় লালন।।