ধরো চরণ ছেড়ো না
Dhoro Choron Chero Na
ধরো চরণ ছেড়ো না।
দয়াল নিতাই কারো ফেলে যাবে না।।
দৃঢ় বিশ্বাস লয়ে রে মন,
ধরো নিতাই চাঁদের চরণ,
পার হবি পার হবি তুফান,
অপারেতে কেউ রবেনা।।
হরিনামের তরী লয়ে,
ফিরছে নিতাই নেয়ে হয়ে,
এমন দয়াল চাঁদকে পেয়ে
স্মরণ কেন নিলে না।।
কলির জীবের হয়ে সদয়,
পাড়ে যেতে ডাকছে নিতাই,
লালন বলে মন চলো যাই
এমন দয়াল আর মিলবে না।।