a logo for keylyrics.com

কি করে রাই Lyrics | Ki Kore Rai Lyrics | ঠোটের মধু তিতা মধু Lyrics | লোকগীতি

কি করে রাই Lyrics

Ki Kore Rai Lyrics

ঠোটের মধু তিতা মধু Lyrics

লোকগীতি

Ki Kore Rai – Aditi Chakraborty || Ritam Sen || Debdeep Banik || Bengali Folk || Radha Krishna Song

Song : Ki Kore Rai
Singer : Aditi Chakraborty
Lyrics : Ritam Sen
Music & Production : Debdeep Banik
Guitars : Soumalya Das
Additional Programming : Ankur Kar
Recorded at : Neo Ballad Studios
DOP & Editing : Sumit Mondal
Audio Label & Promotional Partner : Gan Goppo

রাই-কৃষ্ণের লোকগীতি

 

কি করে রাই Lyrics

ঠোটের মধু তিতা মধু তেমন মধু কই গো কই
এমন তিতা আমার বধু শিউড়ে উঠি সই গো সই
ঠোটের মধু তিতা মধু তেমন মধু কই গো কই
এমন তিতা আমার বধু শিউড়ে উঠি সই গো সই
আনবাড়ি যায় আমায় ফেলে বাদল মেঘের ডাকে
একবারও সে ভাবে না গো রায় কি করে থাকে
কি করে রাই কি করে রাই কি করে রাই কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে সেই ভয়েতে যায় মরে
কি করে রাই কি করে রাই কি করে রাই কি করে
এই বুঝি যায় পিরিতি ছুটে সেই ভয়েতে যায় মোরে
রুনুক ঝুনুক নুপুর পায়ে চন্দ্রাবলি ওই চলে

ও বিশাখা ও ললিতা ওই নুপুরে কি বলে
কাজলাখি বড়ই বেশি কাপছে যে তার দেখছি আজ
কেন রায়ের মনেতে মেঘ পরান কোনে ডাকছে বাজ
নীলাজ কালা এমন জ্বালা কে কারে দেয় বল মোরে
নীলাজ কালা এমন জ্বালা কে কারে দেয় বল মোরে
কি করে রায় কি করে রায় কি করে রায় কি করে
এই বুঝি যায় পিরিত তে ছুটে সেই ভয়তে যায় মরে
কি করে রাই কি করে রাই করে রাই কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে সে ভয়েতে যায় মোরে

যাও না বলো রাইকে গিয়ে ভাবনা যেন না করে
কে আছে আর সমান তাহার শ্যাম্পিয়ারে ব্রজেরে
গোপিনীদের শত দলের বিধি লেখা টাকা নাই তীর পাবে ঠিক
রাই কমলের হায় তুলনা নাইরে নাই
সব সায়রে ফুল ফোটে গো চাঁদ ওঠে রাইশায়
সব সায়রে ফুল ফোটে গো চাঁদ উঠে রায় সায়রে
কি করে রাই কি করে রায় কি করে রাই কি করে
এই বুঝি যায় পিরিতে ছুটে সে ভয়তে যায় মনে
কি করে রায় কি করে রায় কি করে রায় কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে সেই ভয়েতে যায় মরে
আয় কি করে আয় কি করে এসে যায় শুনে সেই ভয়েতে যায় মনে

Ki Kore Rai Lyrics Tiktok Version

ঠোঁটের মধু তিতা মধু
তেমন মধু কই গো কই
এমন তিতা আমার বঁধু শিউরে উঠি সই গো সই

আনবাড়ি যায় আমায় ফেলে
বাদল মেঘের ডাকে
একবারো সে ভাবে না গো রাই কি করে থাকে

কি করে রাই কি করে রাই
কি করে রাই, কি করে
এই বুঝি যায় পিরিত ছুটে সেই ভয়ে তে যায় মরে

Ki Kore Rai Lyrics

Thoter modhu tita modhu temon modhu koi go koi

Emon tita amar bodhu shiure uthi soi go soi

Thoter modhu tita modhu temon modhu koi go koi

Emon tita amar bodhu shiure uthi soi go soi

Anbari jay amay fele badol megher dake

Ekbaro se bhabe na go Rai ki kore thake

Ki kore Rai ki kore Rai ki kore Rai ki kore

Ei bujhi jay pirit chute sei bhoyete jay more

Ki kore Rai ki kore Rai ki kore Rai ki kore

Ei bujhi jay piriti chute sei bhoyete jay more

Runuk jhunuk nupur paye chondraboli oi chole

O Bishakha o Lolita oi nupure ki bole

Kajolakhi boroi beshi kapche je tar dekhchi aj

Keno Rayer monete megh poran kone dakche baj

Nilaj kala emon jwala ke kare dey bolo more

Nilaj kala emon jwala ke kare dey bolo more

Ki kore Rai ki kore Rai ki kore Rai ki kore

Ei bujhi jay pirit te chute sei bhoyte jay more

Ki kore Rai ki kore Rai kore Rai ki kore

Ei bujhi jay pirit chute se bhoyete jay more

Jao na bolo Raike giye bhabna jeno na kore

Ke ache ar soman tahar Shyampiyare brojere

Gopinider shoto doler bidhi lekha taka nai tir pabe thik

Rai komoler hay tulona naire nai

Sob sayore ful phote go chand othe Raishay

Sob sayore ful phote go chand uthe Rai sayore

Ki kore Rai ki kore Rai ki kore Rai ki kore

Ei bujhi jay pirite chute se bhoyte jay mone

Ki kore Rai ki kore Rai ki kore Rai ki kore

Ei bujhi jay pirit chute sei bhoyete jay more

Ay ki kore ay ki kore eshe jay shune sei bhoyete jay mone

 

গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)

  • গানের নাম (Song Title): কি করে রাই (Ki Kore Rai)

  • জনপ্রিয় লাইন (Famous Line): ঠোঁটের মধু তিতা মধু (Thoter Modhu Tita Modhu)

  • কণ্ঠশিল্পী (Singer): অদিতি চক্রবর্তী (Aditi Chakraborty)

  • গীতিকার (Lyricist): ঋতম সেন (Ritam Sen)

  • সুর ও সঙ্গীতায়োজন (Music & Production): দেবদীপ বণিক (Debdeep Banik)

  • লেবেল (Label): গান গল্প (Gan Goppo)

  • ধরণ (Genre): আধুনিক লোকগীতি / রাধা-কৃষ্ণ (Modern Folk / Radha-Krishna)

কি করে রাই লিরিক্স (Ki Kore Rai Lyrics) – অদিতি চক্রবর্তী | ঠোঁটের মধু তিতা মধু

“কি করে রাই” বা শ্রোতাদের কাছে “ঠোঁটের মধু তিতা মধু” নামে পরিচিত গানটি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি বাংলা আধুনিক লোকগীতি। ঋতম সেনের অনবদ্য কথা এবং দেবদীপ বণিকের সুরে গানটি গেয়েছেন প্রতিভাবান শিল্পী অদিতি চক্রবর্তী। গানটি প্রকাশের পরপরই টিকটক (TikTok) এবং রিলস-এ ব্যাপক ভাইরাল হয়।

এই গানটি রাধা-কৃষ্ণের শাশ্বত প্রেমকাহিনীর একটি বিশেষ মুহূর্তকে তুলে ধরেছে। গানে শ্রীরাধার বিরহ, অভিমান এবং কৃষ্ণের জন্য তার ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। কৃষ্ণ তাকে ফেলে চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ায় রাধার মনে যে মেঘ জমেছে এবং তিনি যে নিরাপত্তাহীনতায় ভুগছেন (“এই বুঝি যায় পিরিত ছুটে”), তা অত্যন্ত দরদ দিয়ে গাওয়া হয়েছে।

গানে চন্দ্রাবলী, ললিতা ও বিশাখার উল্লেখ গানটিকে বৈষ্ণব পদাবলীর আমেজ দিলেও এর উপস্থাপনা অত্যন্ত আধুনিক। যারা রাধা-কৃষ্ণের বিরহ এবং আধুনিক ফোক গান পছন্দ করেন, তাদের প্লেলিস্টে এই গানটি অবশ্যই থাকবে। নিচে গানটির সম্পূর্ণ বাংলা এবং ইংরেজি (Roman) লিরিক্স দেওয়া হলো।

গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)

প্রশ্ন: “কি করে রাই” বা “ঠোঁটের মধু তিতা মধু” গানটির শিল্পী কে? উত্তর: এই ভাইরাল গানটির কণ্ঠশিল্পী হলেন অদিতি চক্রবর্তী (Aditi Chakraborty)।

প্রশ্ন: গানটির গীতিকার ও সুরকার কে? উত্তর: “কি করে রাই” গানটির কথা লিখেছেন ঋতম সেন (Ritam Sen) এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন দেবদীপ বণিক (Debdeep Banik)।

প্রশ্ন: “একবারও সে ভাবে না গো রাই কি করে থাকে” – এটি কোন গানের লাইন? উত্তর: এটি অদিতি চক্রবর্তীর গাওয়া জনপ্রিয় গান “কি করে রাই”-এর একটি আবেগঘন লাইন।

প্রশ্ন: এই গানে ‘রাই’ বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর: এই গানে ‘রাই’ বলতে শ্রীরাধাকে বোঝানো হয়েছে। রাধার ডাকনাম ‘রাই’।

প্রশ্ন: “Ki Kore Rai” গানের লিরিক্স বাংলা ও ইংরেজিতে কোথায় পাবো? উত্তর: এই পেজেই গানটির সম্পূর্ণ লিরিক্স বাংলা এবং ইংরেজি উচ্চারণে (Roman Script) নির্ভুলভাবে দেওয়া হয়েছে।

Check Also

a logo for keylyrics.com

নিতাই গঞ্জে জমছে মেলা Lyrics | Nitai Gonje Jomeche Mela Lyrics

নিতাই গঞ্জে জমছে মেলা Lyrics Nitai Gonje Jomeche Mela Lyrics Dolly Shayontoni Composer: Nazir Mahmood …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *