Sajilo Sajilore Pran Bondhuya Lyrics
সাজিল সাজিল রে প্রাণ বধূয়া
রচয়িতা- গুরুজী ফকির রমেশ শীল
Sajilo Sajilore Pran Bondhuya Lyrics
সাজিল সাজিল সাজিল রে
প্রাণ বধূয়া বহুরুপী সাজিল রে
পিতা সেজে জন্ম দিল, পুত্র সেজে জন্ম নিল,
আবার মাতা সেজে দুদ্ধ দিয়া পালিল রে।।
গুরু সেজে মন্ত্র দিল, শিষ্য সেজে মন্ত্র নিল,
আবার ভাণ্ডারী সাজিয়া উদ্ধার করিল রে।।
হাকিম সেজে হুকুম করে, প্যয়দা সেজে আনে ধরে,
আবার আসিমি হইয়া দন্ড ভোগিল রে।।
রোগ সাজিয়া দেহ ধরে, রোগী সেজে ছটপট করে,
আবার বৈদ্য সেজে ঔষুধ করে সারাইল রে।।
জাল বসাইল জাইল্যা সাজি, মিম সাজিয়া গেল মাঝি,
দিশেহারা রমেশ আজি ঠেকিল রে।।