Sri Tulasi Pranama/Kirtana
Sri Tulasi Pradaksina Mantra:
তুলসী আরতি তুলসী বন্দনা
तुलसी आरती
Sri Tulasi Pranama/Kirtana
Sri Tulasi Pradaksina Mantra
তুলসী প্রদক্ষিণ মন্ত্র
যানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ।
তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে ॥
যখন মানুষ শ্রীমতী তুলসীদেবীকে প্রদক্ষিণ করতে থাকে, তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম, এমন কি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যায়।
তুলসী জলদান মন্ত্র
(ওঁ) গোবিন্দবল্লভাং দেবীং ভক্তচৈতন্যকারিণীম্।
স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদাযিনীম্ ॥
শ্রী তুলসী প্রণাম
বৃন্দায়ৈ তুলসীদেব্যৈ
প্রিয়ায়ৈ কেশবস্য চ
বিষ্ণু-ভক্তিপ্রদে দেবী
সত্য বত্যৈ নমো নমঃ
Namo Namah Tulasi Krsna Preyasi Lyrics in Odia
Tulasi Kirtana Lyrics in Odia
Krishna Dasa
ତୁଲସୀ ପ୍ରଣାମ
ବୃନ୍ଦାୟୈ ତୁଲସୀ-ଦେବ୍ୟୈ ପ୍ରିୟାୟୈ କେଶବସ୍ୟ ଚ
କୃଷ୍ଣ-ଭକ୍ତି-ପ୍ରଦେ ଦେବୀ ସତ୍ୟ ବତ୍ୟୈ ନମୋ ନମଃ
ତୁଲସୀ ପ୍ରାର୍ଥନା
(୧)
ନମୋ ନମଃ ତୁଲସୀ କୃଷ୍ଣ-ପ୍ରେୟସି ନମୋ ନମଃ
ରାଧା-କୃଷ୍ଣ-ସେବା ପାବୋ ଏଇ ଅଭିଲାଷୀ
(୨)
ୟେ ତୋମାର ଶରଣ ଲୋୟ, ତାର ବାଞ୍ଚା ପୂର୍ଣ୍ଣ ହୋୟ
କୃପା କୋରିଽକୋରୋ ତାରେ ବୃନ୍ଦାବନ-ବାସି
(୩)
ମୋର ଏଇ ଅଭିଲାଷ, ବିଲାସ କୁଞ୍ଜେ ଦିଓ ବାସ
ନୟନ ହେରିବୋ ସଦା ୟୁଗଲ-ରୂପ-ରାଶି
(୪)
ଏଇ ନିବେଦନ ଧର, ସଖୀର ଅନୁଗତ କୋରୋ
ସେବା-ଅଧିକାର ଦିୟେ କୋରୋ ନୀଜ ଦାସୀ
(୫)
ଦୀନ କୃଷ୍ଣ-ଦାସେ କୋୟ, ଏଇ ୟେନ ମୋର ହୋୟ
ଶ୍ରୀ-ରାଧା-ଗୋବିନ୍ଦ-ପ୍ରେମେ ସଦା ୟେନ ଭାସି
(୬)
(ତୁଲସୀ ପ୍ରଦକ୍ଷିଣା)
ୟାନି କାନି ଚ ପାପାନି ବ୍ରହ୍ମ-ହତ୍ୟାଦିକାନି ଚ
ତାନି ତାନି ପ୍ରଣଶ୍ୟନ୍ତି ପ୍ରଦକ୍ଷିଣଃ ପଦେ ପଦେ
Tulasi Kirtana Lyrics in English
(introductory verse)
vṛndāyai tulasī-devyai priyāyai keśavasya ca
viṣṇu-bhakti-prade devī satya vatyai namo namaḥ
(1)
namo namaḥ tulasī kṛṣṇa-preyasi namo namaḥ
rādhā-kṛṣṇa-sevā pābo ei abilāṣī
(2)
ye tomāra śaraṇa loy, tara vāñchā pūrṇa hoy
kṛpā kori’ koro tāre vṛndāvana-vāsi
(3)
mora ei abhilāṣa, vilāsa kuñje dio vāsa
nayana heribo sadā yugala-rūpa-rāśi
(4)
ei nivedana dhara, sakhīra anugata koro
sevā-adhikāra diye koro nīja dāsī
(5)
dīna kṛṣṇa-dāse koy, ei yena mora hoy
śrī-rādhā-govinda-preme sadā yena bhāsi
(6)
yāni kāni ca pāpāni brahma-hatyādikāni ca
tāni tāni praṇaśyanti pradakṣiṇaḥ pade pade
তুলসী পাতা তোলার ৩ মন্ত্র
তুলসী পাতা তোলার আগে সর্বদা হাত জোর করে অনুমতি নিন। নখ দিয়ে তুলসী পাতা ভাঙা একদম তুলবেন না। একাদশীতে তুলসী পাতা ছিঁড়বেন না- যে কোনও একাদশী, রাতে, রবিবার, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণে তুলসী পাতা তোলা একেবারেই উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে, এই দিনগুলিতে তুলসী পাতা তুললে পুজোয় ফল পাওয়া যায় না এবং ঘরে অমঙ্গল আসে।
১. ওম সুভদ্রায় নমঃ
২. ওম সুপ্রভায় নমঃ
৩. মাতস্তুলসি গোবিন্দ হৃদয়ানন্দ কারিণী।
নারায়ণস্য পূজার্থ চিনোমি ত্বাং নমোস্তুতে।।
তুলসীতে জল অর্পণ মন্ত্র
বাড়িতে সতেজ তুলসী গাছ থাকাকে পবিত্রতা ও সমদ্ধির প্রতীক মনে করা হয়। তুলসী পাতাকে। তুলসী গাছে জল অর্পণ করার সময় বিশেষ মন্ত্র জপ করলে হাজার গুণ বেশি সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। রোগ, শোক, অসুস্থতা ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। মন্ত্রটি হল-
মহাপ্রসাদ জননী, সর্ব সৌভাগ্যবর্ধিনী
আধি ব্যাধি হরা নিত্যং, তুলসী ত্বং নমোস্তুতে।।
১. তুলসী স্তুতি মন্ত্র
দেবী ত্বং নির্মিতা পূর্বমর্চিতাসি মুনীশ্বরৈঃ
নমো নমস্তে তুলসী পাপং হর হরিপ্রিয়ে।।
২. তুলসী পুজোর মন্ত্র
তুলসী শ্রীর্মহালক্ষ্মীর্বিদ্যাবিদ্যা যশস্বিনী।
ধর্ম্যা ধর্মাননা দেবী দেবীদেবমনঃ প্রিয়া।।
লভতে সুতরাং ভক্তিমন্তে বিষ্ণুপদং লভেৎ।
তুলসী ভূর্মহালক্ষ্মী পদ্মিনী শ্রীর্হরপ্রিয়া।।
তুলসী প্রাণম মন্ত্র
(ওঁ) বৃন্দায়ৈ তুলসী দৈব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ ।
বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ ॥ তুলসী জলদান মন্ত্র
(ওঁ) গোবিন্দবল্লভাং দেবীং ভক্তচৈতন্যকারিণীম্ ।
স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদায়িনীম্ ॥ তুলসী চয়ন মন্ত্র
(ওঁ) তুলস্যমৃতজন্মাসি সদা ত্বং কেশবপ্রিয়া ।
কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে ॥
Radhe Radhe 🥰
Radhe Radhe