সামাজিক সম্প্রীতি (চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান) | Shamajik Somprite | সামাজিক সম্প্রীতি Lyrics

সামাজিক সম্প্রীতি
Shamajik Somprite
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান
কথা: আশিক বন্ধু
সুর: সুমন কল্যান
প্রযোজনা: জাগো নারী উন্নয়ন সংস্থা
শিল্পী: নিশিতা বড়ুয়া

সামাজিক সম্প্রীতি (চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান)

মাইনষর এহন বড় অভাব
সততা আর নীতি
চারি মিক্কা হমি গিয়ে
সামাজিক সম্প্রীতি
মাইনষে মাইনষে নাই রে
অভাই মানবতা,প্রেম,প্রীতি
দেশত এহন বড় অভাব
সামাজিক সম্প্রীতি
মাইনষর এহন বড় অভাব
সততা আর নীতি
চারি মিক্কা হমি গিয়ে
সামাজিক সম্প্রীতি।
আবার কিসু মানুষ আছে
মিছা হবর হই
গুজব ছড়ার ভুল তথ্য দেয়
রাষ্ট্র,সমাজ লই
মিছা হবর উনি উনি
বাড়ে ঝগড়া,বিবাদ
চারি মিক্কা বাড়ি যার গই
গুজব অপরাধ।
মাইনষর এহন বড় অভাব
সততা আর নীতি
চারি মিক্কা হমি গিয়ে
সামাজিক সম্প্রীতি।
এইসব গুজব মিছা হবর
চলা বয়কট গড়ি
মিলেমিশি চল্লুইম আরা
হাতো তাত ধরি
চলো আরা শপথ লই
ন কইজ্জো খারো ক্ষতি
মনত রাইখ্খো খারাপ হইবো
পাপর পরিণতি
মাইনষর এহন বড় অভাব
সততা আর নীতি
চারি মিক্কা হমি গিয়ে
সামাজিক সম্প্রীতি
মাইনষে মাইনষে নাই রে
অভাই মানবতা,প্রেম,প্রীতি
দেশত এহন বড় অভাব
সামাজিক সম্প্রীতি
মাইনষর এহন বড় অভাব
সততা আর নীতি
[]চারি মিক্কা হমি গিয়ে
সামাজিক সম্প্রীতি]-২
সামাজিক সম্প্রীতি | Shamajik Somprite | চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান

 

Shamajik Somprite

Check Also

তোমরা শুনছোনি গো রাই -Tomra Shunchoni Go Rai ধামাইল গান(সিলেটি)

 তোমরা শুনছোনি গো রাই Tomra Shunchoni Go Rai ধামাইল গান(সিলেটি) কথা ও সুর: দিব্যময়ী দাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *