মন যদি তোর সুজন হইতো চোর ডাকাত আসতো না ঘরে | Mon Jodi Tor Sujon Hoito Chor Dakat Asto Na Ghore

মন যদি তোর সুজন হইতো চোর ডাকাত আসতো না ঘরে
Mon Jodi Tor Sujon Hoito Chor Dakat Asto Na Ghore
জালাল উদ্দিন খাঁ
মন যদি তোর সুজন হইতো চোর ডাকাত আসতো না ঘরে
সারা জীবন গেল কেবল ভুলে পড়ে বেখবরে।।
উপদেষ্টা নিয়া গুরুর নাম নিলে রে মন
ধ্যান রাখিলে জ্বলতো বাতি হইতো রওশন
রক্ষা হইত গুপ্ত সে ধন ঘুমাইতে তুই জন্ম ভরে।।
শত জন্ম সাধন করে কি হবে আর ফল
জীবে শিবে মিল না হইলে সকলই নিষ্ফল
ধ্যান ছাড়া তোর নামে কেবল কিছুই না করিতে পারে।।
সাধনের ধন থুইয়া তোমার ঘরের ভিতরে
ব্রম্মান্ড ঘুরিয়া বেড়াও পাবে আর কই তারে
যোগ করে নাও নেহার করে এই কার কি সে আকারে।।
মরা হয়ে আছে জেঁতা শক্তি পদ্মের তলে
কুম্বকে জাগ্রত হবে সাধু সিদ্ধায় বলে
জালালের দিন গেল বিফলে চিনলো না তার আপনারে।।
মন যদি তোর সুজন হইতো চোর ডাকাত আসতো না ঘরে | Mon Jodi Tor Sujon Hoito Chor Dakat Asto Na Ghore

Check Also

a logo for keylyrics.com

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics | Amar Doyal Baba Kebla Kaba Lyrics

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics Amar Doyal Baba Kebla Kaba Lyrics   আমার দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *