কে বোঝে মওলার আলেক বাজি
Ke Bojhe Moular Alek Baji
Key Lyrics
ফকির লালন সাঁই
কে বোঝে মওলার আলেক বাজি
কে বোঝে মওলার আলেক বাজি ।
করছে রে কোরানের মানে
যা আসে যার মনের বুঝি ।।
একই কোরান পড়াশোনা
কেউ মৌলভি কেউ মওলানা
দাহেরা হয় কতজনা
সে মানে না শরার কাজী ।।
রোজ কেয়ামত বলে সবাই
কেউ বলেনা তারিখ নির্নয়
হিসাব হবে কি হচ্ছে সদাই
কোন কথায় মন রাখি রাজি ।।
ম’লে জান ইল্লিন সিজ্জিন রয়
যতদিন রোজ হিসাব না হয়
কেউ বলে জান ফিরে জন্মায়
তবে ইল্লিন সিজ্জিন কোথায় আজি ।।
আ’রাফ বিধান শুনিতে পাই
এক গোর মানুষের মউত নাই
আ-মরি কোন ভজন রে ভাই
বাঞ্ছে লালন কারে পুঁছি ।।
Ke Bojhe Moular Alek Baji