আগে না জানিয়া পিছে না ভাবিয়া | Age Na Janiya Piche Na Bhabiya | জালাল উদ্দিন খাঁ

আগে না জানিয়া পিছে না ভাবিয়া
Age Na Janiya Piche Na Bhabiya
কথা এবং সুর= (কবি) জালাল উদ্দিন খাঁ
আগে না জানিয়া, পিছে না ভাবিয়া।।
জীবনও ভরিয়া কাঁদিতে হইলো।
কত আশা ছিল,,,
কত আশা ছিলরে বন্ধু, কত আশা মনে ছিল।
বন্ধুরে, যৌবনও সময়ে, কত সহ্য করে।
পরের ঘরেতে আমার, দিন যে গেল।।
আসিবে বলে আমায়, আশাতে রাখিলে।।
নিরাশা করিলে হইতো ভাল।।
কত আশা ছিল,,,
কত আশা ছিলরে বন্ধু, কত আশা মনে ছিল,
বন্ধুরে, গেল দিনওমনি, আসিলো রজনী।
তব আগমনি, কতই বাজিলো।।
কত যে বসন্ত, গেল নাহি অন্ত।।
প্রাণকান্ত আমার বিদেশে রইলো।।
কত আশা ছিল,,,
কত আশা ছিলরে বন্ধু, কত আশা মনে ছিল।
বন্ধুরে, (কবি) জালাল উদ্দিন বলে, মরণের কালে।
দিও হাতে তুলে, পথেরও আলো।।
আবার, মুখপানে চাহি্‌ হাসিয়া কহিও।।
হৃদয়ে বসিও কথা ফুরাইলো
কত আশা ছিল,,,
কত আশা ছিলরে বন্ধু, কত আশা মনে ছিল
আগে না জানিয়া পিছে না ভাবিয়া।।
জনমও ভরিয়া আমার কাঁদিতে হইলো
কত আশা ছিল,,,
কত আশা ছিলরে আমার, কত আশা আমার ছিল।।

Check Also

a logo for keylyrics.com

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics | Amar Doyal Baba Kebla Kaba Lyrics

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics Amar Doyal Baba Kebla Kaba Lyrics   আমার দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *