Song : Tumi Amar Emoni Ekjon
Lyric & Music : Ahmed Imtiaz Bulbul
Singer : Kanok Chapa
Tumi Amar Emoni Ekjon Lyrics
তুমি আমার এমনই একজনযারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মনএক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসাএক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসাএকটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ
তুমি আমার এমনই একজনযারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
ভালোবাসার সাগর তুমিভালোবাসার সাগর তুমি, বুকে অথৈ জলতবু পিপাসাতে আঁখিতবু পিপাসাতে আঁখি হয় রে ছলোছলহয় রে ছলোছলতোমার মিলনে বুঝি গো জীবন, বিরহে মরণবিরহে মরণ
তুমি আমার এমনই একজনযারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
প্রাণের প্রদীপ হয়ে তুমিপ্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছো নিশিদিনকোন মোহরে শোধ হবে গোকোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণএত বড় ঋণআমার ভালোবাসার ফুলে তোমার ভরাবো চরণভরাবো চরণ
তুমি আমার এমনই একজনযারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসাএক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসাএকটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ
তুমি আমার এমনই একজনযারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন

