Premo Bhokti Na Hoile Lyrics | প্রেমো-ভক্তি না হইলে

Premo Bhokti Na Hoile Lyrics
প্রেমো-ভক্তি না হইলে

Premo Bhokti Na Hoile Lyrics

প্রেমো-ভক্তি না হইলে পাবে কী তাহারে
মাটির দেহ খাটি হয় প্রেম অনলে পুড়ে।
প্রম বিহনে সাধন-ভজন
বৃথায় যাবে মানব জীবন
প্রেমো বৃক্ষ করো রোপন
হৃদয়ের মাঝারে।
খাটি প্রেমের প্রেমিক হলে
দিলের পর্দা যাবে খুলে
নুরের বাতি ওঠবে জ্বলে
অন্ধকার ওই ঘরে।
পূজো আপন গুরুর চরণ
জলে-স্থলে রাখো স্মরণ
ভয় কী তোমার হইল মরণ
নামের দামান ধরে।

Check Also

a logo for keylyrics.com

দয়া করে এসো দয়াল Lyrics | Doya Kore Eso Doyal Lyrics

দয়া করে এসো দয়াল Lyrics Doya Kore Eso Doyal Lyrics   দয়া করে এসো দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *