ওরে আমার সোনার ময়না পাখিরে Lyrics | Ore Amar Sonar Moyna Pakhire Lyrics (বিচ্ছেদী গান)

ওরে আমার সোনার ময়না পাখিরে Lyrics

Ore Amar Sonar Moyna Pakhire Lyrics

ওরে আমার সোনার ময়না পাখিরে
Ore Amar Sonar Moyna Pakhire
বিচ্ছেদী গান
কথা: কবিয়াল বিজয় সরকার

 

 

ওরে আমার সোনার ময়না পাখিরে Lyrics


ওরে আমার সোনার ময়না পাখিরে
তুই কোন ফাঁকে পালিয়ে গেলি
আমায় দিয়া ফাঁকি রে।।
বনের পাখি পুষেছিলাম মনেরই আশায়,
শুনিতাম তার সুখ দুঃখের গান সুমধুর ভাষায়;
তোরে সোহাগে সোনালি খাঁচায়
দিয়েছিলাম রাখিরে।।
বাটি ভরে খাবার দিতাম শোভন পিঞ্জরে
এখন তোর বিরহে আঁখিজল মোর রাত্র-দিন ঝরে;
আমি তোরে ছেড়ে কেমন করে
এমনভাবে থাকিরে।।
খালি খাঁচার দিকে যখন সজল চোখে চাই
আমার স্মৃতির তমাল শাখায় তোরে বসা দেখতে পাই
আমি তোর মুখ চেয়ে সব ভুলে যাই
পরান খুলে ডাকিরে।।
নদীর বুক শুকায়ে গেলে ভাটির টান লেগে,
দুকূল ভরে ওঠে আবার জোয়ারের বেগে।
ও তুই তেমনি মতো মনের বাগে
ফিরে আনবি না ফিরে।।
মানুষের হারায় না কিছু শুনলাম এতদিন,
সব হারানো সব ফিরে পায় আছে এমন দিন;
তুই বলতে পারিস সেই দিনের দিন
আর কয়দিন আছে বাকিরে।।
না পাওয়ার বেদনা আছে হৃদয় মোর ছেয়ে
তবু আশায় বুক বেঁধেছি যাতনা পেয়ে;
পাগল বিজয় আছে পথ চেয়ে
জল ভরা দুই আঁখিরে।।

 

Ore Amar Sonar Moyna Pakhire Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *