Nindar Kata Jodi Na Bidhilo Gay Lyrics | নিন্দার কাঁটা যদি না বিঁধিল গাঁয়ে

শিরোনামঃ নিন্দার কাঁটা যদি না বিঁধিল গাঁয়ে
গীতিকার ও সুরকার আবু জাফর

Nindar Kata Jodi Na Bidhilo Gay Lyrics

(নিন্দার কাটা যদি না বিধিল গায়ে
প্রেমের কি সাধ আছে বল)2
আধার না থাকে যদি কি হবে আলো
প্রেমের কি সাধ আছে বল
নিন্দার কাটা যদি না বিধিল গায়ে
প্রেমের কি সাধ আছে বল
আধার না থাকে যদি কি হবে আলো..ও ও ও
প্রেমের কি সাধ আছে বল
(বাশি ডেকে বলে যমুনাকে অপবাদ যতই আসুক
রাই কি কখনো ঘরে থাকে)২
কলঙ্ক না লাগে যদি
ভালোবেসে লাগে কি ভালো…ও ও ও
প্রেমের কি সাধ আছে বল
আধার না থাকে যদি কি হবে আলো..ও ও
প্রেমের কি সাধ আছে বল
(রিদয়ের যমুনাকে জানি
লাজ ভয় সুনীল জলে..এ..এ.. হয়ে যাবে যত
কানা কানি)২
কুলের মুখে কালি দিয়ে বিনোদিনী কুল খুঁজে নিল
প্রেমের কি সাধ আছে বল
আধার না থাকে যদি কি হবে আলো
প্রেমের কি সাধ আছে বল
নিন্দার কাটা যদি না বিধিল গায়ে
প্রেমের কি সাধ আছে বল
প্রেমের কি সাধ আছে বল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *