Jogot Shaje Brindabon | Iman Chakraborty | Lyrics In Bengali | জগৎ সাজে বৃন্দাবন লিরিক্স – ইমন চক্রবর্তী

জগৎ সাজে বৃন্দাবন লিরিক্স – ইমন চক্রবর্তী

Jogot Shaje Brindabon Lyrics In Bengali

কেউ দিলো তার আদর গায়ে 

নীল আকাশের রং,

কেউ দিলো তার চুলের ভাঁজে 

ময়ূরপাখার ঢং,

কেউবা দিলো হাতের বাঁশি

গোঠের রাখাল নাম,

কেউ ডেকেছে কৃষ্ণ বলে 

কেউবা ঘনশ্যাম। 

ওসব ছেড়ে ভিতর ঘরে 

দেখ তাকিয়ে মন,

কোন প্রেমিকের লীলায় জগৎ 

সাজে বৃন্দাবন,

(কোন প্রেমিকের লীলায় জগৎ 

সাজে বৃন্দাবন)। 

কোন প্রেমিকের অবুঝ ডাকে 

বিরহী সুর মর্মে জাগে,

আঁধার রাতে যায় মিলিয়ে 

ঝড় তুফানের ভয়,

কার ডাকে মন ভাবসাগরে 

নীল যমুনা হয়,

(কার ডাকে মন ভাবসাগরে 

নীল যমুনা হয়)। 

কোন সে কালার অভিসারে 

যায় রে ত্রিভুবন,

কোন প্রেমিকের লীলায় জগৎ 

সাজে বৃন্দাবন,

(কোন প্রেমিকের লীলায় জগৎ 

সাজে বৃন্দাবন)।  

প্রেমানন্দে মাতোয়ারা, প্রেমানন্দে আত্মহারা 

প্রেমানন্দে চেতন হারা, প্রেমানন্দে বাঁধন ছাড়া,

(প্রেমানন্দে মাতোয়ারা, প্রেমানন্দে আত্মহারা 

প্রেমানন্দে চেতন হারা, প্রেমানন্দে বাঁধন ছাড়া)

প্রেমানন্দে সকল হারা হয় রসিকের মন 

(কোন প্রেমিকের লীলায় জগৎ 

সাজে বৃন্দাবন)।

হরিবোল, হরিবোল, হরিবোল, হরিবোল। 

Check Also

Guru Bandana (গুরু বন্দনা) Lyrics | শ্রী গুরু চরণপদ্ম Lyrics | Shri Guru CharanaPadma Lyrics

গুরু বন্দনা Lyrics Guru Bandana Lyrics শ্রী গুরু চরণপদ্ম Lyrics Shri Guru CharanaPadma Lyrics গুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *