Dekhbe Khodar Mohan Chobi Lyrics
দেখবে খোদার মহান ছবি
Dekhbe Khodar Mohan Chobi Lyrics
দেখবে খোদার মহান ছবি
তোমার চর্ম চক্ষের দরজা খুলো
ভাবের দেশে চলরে মানুষ,ধ্যানের দেশে চল…..
গিয়া মন তুই ভাবের ঘরে,চেয়ে থাক রূপ নেহারে।
সজল নয়নে তারে ফটোগ্রাফে তোলো,
মন রঙ্গে প্রেম তরঙ্গে তোমার দিলের কপাট খোলো।
দেখবিরে তোর মনের মানুষ,করিতেছে ঝলমল!!
ভাবের দেশে চলরে মানুষ ধ্যানের দেশে চল…..
মক্কা কাশি বৃন্দাবনে,পাহাড় পর্বত ওই মদিনে
বন উপবন শ্মশানেতে,কত মানুষ গেলো
কারে জানি দেখবে বলে পাষান মূর্তি হইলো!!
কেউরে তো আর দেখতে পায়না,
আশায় আশায় জনম যে গেলো।
ভাবের দেশে চলরে মানুষ,ধ্যানের দেশে চল…..
দেখবে খদার রঙ্গ সূরাত,অবিকল তোমারি মতো
তোমার সঙ্গে অবিরত করে চলাচল!!
তোমার রঙ্গে রঙ্গরসে হয়েছে এক মিল
তোরে দেখলেই তারে মিলে,আর কারে তুই দেখবি বলো।
ভাবের দেশে চলরে মানুষ,ধ্যানের দেশে চল…..
দেখবি খোদার মহান ছবি
তোমার চর্ম চক্ষের পর্দা খুলো
ভাবের দেশে চলরে মানুষ,ধ্যানের দেশে চল…..

One comment
Pingback: দেখলে ছবি পাগল হবি Lyrics | Dekhle Chobi Pagol Hobi Lyrics | জালাল উদ্দিন খাঁ | Key Lyrics - Key Lyrics