Cholore Mon Murshidabad Jai Lyrics | চলরে মন মুর্শিদাবাদ যাই

Cholore Mon Murshidabad Jai Lyrics
চলরে মন মুর্শিদাবাদ যাই

Cholore Mon Murshidabad Jai Lyrics

চলরে মন মুর্শিদাবাদ যাই
মুর্শিদাবাদ গেলে পরে রাসুলপুর দেখা যায়।
শিক্ষাগুরুর শিক্ষা নিয়া এলমুল একিন কর হাসিল
এস্তেকারা করে দেখ কোথায় আছে কামিল
অলি আল্লাহ আল্লাহর বন্ধু লেখা কোরআনে পায়।ঐ
পীরে মঘা পীরে ফ‌’য়েল এখন ভবে আছে
হেদায়তের জ্যুতি নিয়ে ধার খুলে বসে আছে
সাধারনে চিনে না তারে রংগিন বোরকা তার গায়।ঐ
ধন সম্পদ মনি মুক্তা সোনা দানা চায় না
ধনী দরিদ্র আলেম আওয়ামের ধার ধারে না
আদব ভক্তি প্রেম থাকিলে ডাকি নেয় আস্তানায়ঐ
সেই আস্তানায় গিয়ে দেখবি আইনুল একিনের মহল
যেই দিকে ফিরাইবে আখি নুরের রশ্মি ঝলমল
গুরুর বরজখ রেখে অটল সামনের দিকে থাকবে যায়।ঐ
তার পরেতে সবুজ রংগে ঝলেয়া দেখা যাবে
হুয়াল একিনের দরজায় গিয়ে পৌছিবে
ফানাফি রাসুলের মোকাম আদবে নত থাক যায়ঐ
রাসুলুল্লাহ সম্মতি পাইলে এলাহবাদের টিকিট পায়
খোদা বান্দা এক হইয়া যায় তাওহীদের মর্ম তায়
হারুনে কয় বিন্দু গিয়ে সিন্দুতে মিশে যায়।ঐ

Check Also

a logo for keylyrics.com

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics | Amar Doyal Baba Kebla Kaba Lyrics

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics Amar Doyal Baba Kebla Kaba Lyrics   আমার দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *