Aguner Din Shesh Hobe Ekdin Lyrics | আগুনের দিন শেষ হবে একদিন

Aguner Din Shesh Hobe Ekdin Lyrics
আগুনের দিন শেষ হবে একদিন

Aguner Din Shesh Hobe Ekdin Lyrics

আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্ণার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন ।।
হৃদয়ে জ্বলছে যে বহ্নি
সে একদিন তারা হয়ে জ্বলবে
জোৎস্নায় নীল হবে আগ্নি
সে আলোর পথ ধরে চলবে
সেই যাত্রায় কেন হায়
ভয় হয় নিশিদিন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্ণার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন
জোনাকীর গান বুঝি থামলো
চাঁদ নিজে লুকালো আড়ালে
শিশিরে স্নান করে ভোর হয়
তুমি এসে দু’টি হাত বাড়ালে
এ ভূবন যে নূতন এ স্বপন চিরদিন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝর্ণার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন

Check Also

শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ | Shri Mad Bhaktivinad Biraha Dashakam | হা হা ভক্তিবিনোদঠক্কুর

শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ Shri Mad Bhaktivinad Biraha Dashakam হা হা ভক্তিবিনোদঠক্কুর শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *