Aaj Abar Sei Pathei
আজ আবার সেই পথে
ARTIST: Manna Dey
ALBUM: Legends-manna Dey-3
Aaj Abar Shei Pothe Lyrics
আজ আবার সেই পথেই দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বল ভালো আছো তো
বল ভালো আছো তো ।।
ক’দিন আগে এমন হলে কতদিন আরও বেশি পেতাম
আরো আকাশ আরো বাতাস লিখে দিত তোমারই নাম
শুধু আমি নই ওরা সবাই ডেকে ডেকে বলে বলে যেত
বল ভালো আছো তো
বল ভালো আছো তো
জানি তোমায় আপন ভাবার কোনই অধিকার নেই যে গো আর
এও জানি দেখা হওয়ায় কত বড় ভাগ্য আমার
শুধু বল আজ আমায় ভুলে সুখী তুমি হয়েছো কত
বল ভালো আছো তো
বল ভালো আছো তো
আজ আবার সেই পথেই দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল
বল ভালো আছো তো
ভালো আছো তো
ভালো আছো তো
বল ভালো আছো তো