সেদিন উম্মতি উম্মতি করে কাঁদবে নবী যেই দিনে
Sedin Ummoti Ummoti Kore Kadbe Nobi Jei Dine
আবুল সরকার
সেদিন উম্মতি উম্মতি করে কাঁদবে নবী যেই দিনে।
কঠিনও দিনে আমার নবীজী বিনে।
নাই কোন বন্ধু গো নাই দরদী নাই
কঠিনও দিনে আমার নবীজী বিনে।
এবার রোজ হাসর কঠিন নীদানে
রাব্বুল আলামীন।
ওহেদুল কাহার বলিয়া সাজিবেন হাকীম।
থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা।
সেদিন কেউ হবেনা কারো জন্য জামিন দাতা।
দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে।
সর্ব প্রথম দৌড়ে যাবে আদম রয় যেখানে।
আদম বলে আমি পাপি বড়ই গুনাগার।
আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার।
সৃষ্টি কইরা রাইখা দিছে বেহেস্তের ভিতরে।
গন্দম খাইতে নিষেধ করলো আল্লাহ্ পরয়ারে।
নিষেধ না মানিয়া গন্দম খাইলাম বেহেস্তে।
এই জন্য গুনাগার হইলাম হাসরের মাঠেতে।
আদম বলে নাফছী নাফছী আমি গন্দম খাইয়া পাপ কইরাছি ।
পারবোনা সেই কারণে।
এবার আদম বলে আমি পাপি বড়ই গুনাগার।
আমার শক্তি আছে করিতে উদ্ধার।
এই মুহুর্তে যাওনা তোমারা সামনে দৌড়াইয়া।
সামনেতে নুহূ নবী রইয়াছে দাড়াইয়া।
এই কথা শুনিয়া সবাই করিবেন আগমণ।
ঐ নুহূ নবীর কাছে যাইয়া দিবেন দরশন।
নুহূ বলে আমি পাপি বড়ই গুনাগার।
আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার।
যার ছেলে দিলো আমায় আল্লাহ পরয়ারে।
হাম সাম ইয়াফেসের কেনার নাম ধরে।
কেনার নামে যেই ছেলে আমার ঘরে হইয়া।
সেই ছেলে দীন মানলোনা।
গেলো বেদীন হইয়া।
নুহূ বলে আমি পাপি বড়ই গুনাগার।
আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার।
নুহূ বলে নাফছী নাফছী আমি ছেলের জন্য লজ্জা পাইছি
আমি গুনাগার হইয়া গেছি
পারবোনা সেই কারণে।
এবার নুহূ বলে আমি পাপি বড়ই গুনাগার।
আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার।
এই মুহুর্তে যাওনা তোমারা সামনে দৌড়াইয়া।
সামনে ইব্রাহিম নবী রইয়াছে দাড়াইয়া।
এই কথা শুনিয়া সবাই করিবেন আগমণ।
ইব্রাহিম নবীর কাছে যাইয়া দিবেন দরশন।
ইব্রাহিম কয় আমি পাপি কান্দি বসে হেথা।
নবী হইয়া দুনিয়ায় কইছি ৩টা মিথ্যা কথা।
ইব্রাহিম কয় নাফছী নাফছী আমি নবী হইয়া মিথ্যা কইছি
আমি গুনাগার হইয়া গেছি
পারবোনা সেই কারণে।
এবার ইব্রাহিম কয় আমি পাপি বড়ই গুনাগার।
আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার।
এই মুহুর্তে যাওনা তোমারা সামনে দৌড়াইয়া।
সামনেতে মুসা নবী রইয়াছে দাড়াইয়া।
এই কথা শুনিয়া সবাই করিবেন আগমণ।
ঐ মুসা নবীর কাছে যাইয়া দিবেন দরশন।
মুসা বলে আমার সাজা দোযখের আগুন।
আমি নবী হইয়া একটা মানুষ কইরা ছিলাম খুন।
মুসা বলে নাফছী নাফছী।
আমি নবী হইয়া খুন কইরাছি
আল্লাহ নাফরমানী কইরাছি।
পারবোনা সেই কারণে।
এবার মুসা বলে আমি পাপি বড়ই গুনাগার।
আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার।
এই মুহুর্তে যাওনা তোমারা সামনে দৌড়াইয়া।
সামনেতে ঈসা নবী রইয়াছে দাড়াইয়া।
এই কথা শুনিয়া সবাই করিবেন আগমণ।
ঐ ঈসা নবীর কাছে যাইয়া দিবেন দরশন।
ঈসা বলে আমি পাপি বড়ই গুনাগার।
আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার।
পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরও
গর্ভেতে।
আল্লাহর বেটা বইলা আমায় অনেক লজ্জা দিছে।
ঈসা বলে নাফছী নাফছী
আমি নাকি খোদার বেটা হইয়া গেছি
আমি গুনাগার হইয়া গেছি
পারবোনা সেই কারণে।
এবার ঈসা বলে আমি পাপি বড়ই গুনাগার।
আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার।
এই মুহুর্তে যাওনা তোমারা সামনে দৌড়াইয়া।
আখেরী পয়গম্বর যিনি আখেরী আম্বিয়া।
শেষ নবী সেজদায় আছে উম্মতি বলিয়া।
এই কথা শুনিয়া সবাই করিবেন আগমণ।
আমার দীনের নবীর কাছে যাইয়া দিবেন দরোশন।
যাইয়া দেখে দীনের নবী দীনের পয়গম্বরে
সেজদাহ্ দিয়া পরে আছে আল্লাহ্র দরবারে
আল্লাহ্ বলে ওগো দোস্তো শুনো মনো দিয়া
এই মুহুর্তে সেজদাহ্ খানা লোওনা উঠাইয়া
৯০বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে
২৭বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে
মাত্র ৬৩বছর দোস্তো তুমি গেছো পাইয়া
সারা জীবন কেঁদোছো উম্মতি বলিয়া
হাসরের ময়দানে তোমায় কান্তে দিবোনা
তুমি যাহা চাইবা তাহা পাইবা ফেরত দিবোনা
সাফায়াতের ভার দোস্তো তোমায় গেলাম দিয়া।
এই মুহুর্তে সেজদাহ্ খানা লওনা উঠাইয়া।
সেজদা হইতে দীনের নবী বলবে রে ডাকিয়া
আমার যতো উম্মত আছে বেহেস্তে যাবেন লইয়া
আল্লাহ বলবে ওগো দোস্তো শুনো মনো দিয়া
সাফায়েতর ভার আমি তোমায় গেলাম দিয়া
যারে খুশি জান্নাতে যাওনা এখন লইয়া
কথা শুনে দীনের নবী দিনের পয়গম্বরে
সেজদা উঠিয়া নিবে কঠিনও হাসরে
আল্লাহ নবীর ইবাদত যারা ভবে করে
নামাজ রোযা যারা করে দুনিয়ার ভিতরে
মা বাবার খেদমত যারা এই দুনিয়ায় করে
পীর মুর্শিদের ইবাদত যারা ভবে করে
দানকারী হজ্জ কারী যাওয়া এই জগতে
হাসরের ময়দানে নবী বেহেস্তে নিবে
আবারো দীনের নবী সেজদায় পরে যায়
আল্লাহ বলবে ওগো দোস্তো বলতেছি আপনায়
আবার কেন সেজদা দিলেন বলেননা খুলিয়া
নবী বলবে ওগো আমার আক্রেশ শাই কিবরিয়া
আরো কিছু উম্মত আছে দোযখের ভিতরে
আল্লাহ বলবে ওগো দোস্তো বলতেছি আপনারে
সরিষা পরিমাণ নেক যারা ভবে করে
তাদের আপনি বেহেস্তে নেন বলি যে আপনারে
কথা শুনে দীনের নবী দীনের পয়গম্বরে
সরিষা পরিমাণ নেক যারা ভবে করে
তাদের নবী বেহেস্তে নিবে হাসরের মাঠেতে
আবারো দীনের নবী সেজদায় পরে যায়
তিনটা সেজদা দিয়ে ছিল কিতাবে ফরমায়
আল্লাহ বলেন ওগো দোস্তো বলতেছি আপনারে
আবার কেন সেজদা দিলেন বলেননা খুলিয়া
নবী বলে আরো কিছু উম্মত গেলো দোযখেতে রইয়া।
আল্লাহ বলবে ওগো দোস্তো শুনো মনো দিয়া
১টা সরিষার ৭০ ভাগ যদি লও করিয়া
ঐ পরিমাণ নেক ভবে যেযন যায় করিয়া
তারে আপনে জান্নাতে যাবেন এখন লইয়া
কথা শুনে দীনের নবী দীনের পয়গম্বরে
নবীর যতো উম্মত আছে লইয়া যায় বেহেস্তে
আরো যতো নবী আছে হাসরের ময়দানে
আফসোস করে বলতে থাকবে আল্লাহর দরবারে
নবী না হইয়া নবীর উম্মত হইতে পারলে
এই জীবনটা ধন্য হইতো হাসরের ময়দানে
এমনোও দয়াল নবী আমরা চিনলাম না
বনের পশু নবী চিনলো মানুষ চিনলো না
লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূল
এই কালেমা পড়রে মন পরাণও বুলবুল
কান্দে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি
ওস্তাদ কয় আবুলে পাবি মুক্তি শুধু নবীর কারণে
কঠিনও দীনে আমার নবীজী বিনে…