যাবি যদি অখন্ড ধাম | Jabi Jodi Akhanda Dham | Lyrics

যাবি যদি অখন্ড ধাম
Jabi Jodi Akhanda Dham
যাবি যদি অখন্ড ধাম
করো গুরুচাঁদের উপাসনা।
মুহাম্মদী সূর্যের জ্যোতি
আলী চন্দ্রে কেন দেখো না।।
পাঞ্চতত্ত্বে রাত দিন উদয়
আদি চাঁদ রয় অমাবস্যায়
গরল চাঁদ ঢেউ দেহ কিনারায়
পাড় ভাঙে দোহাই মানে না।।
হুসে দম যার নেগায় কদম
সরল চন্দ্রে টেনেছে বাদাম
অমাবস্যায় পূর্ণিমা হরদম
রুহু চাঁদের সুরতখানা।।
গুরুচাঁদ নীল পদ্মাসনে
নিহার রাখো ঊর্ধ্ব টানে
সাত পাঁচ বার মিলনে
আটাশ বিয়োগ বুঝে দেখো না
আতিক কয় শোন জাহিদ দেওয়ান
চাঁদ সুরুজে হলে মিলন
খন্ডকাল নাই দেহের কারণ
অখন্ড মহা-চেতনা।।
যাবি যদি অখন্ড ধাম | Jabi Jodi Akhanda Dham | Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *