আশেক মাশুক পর্দা নাই
Ashek Mashuk Porda Nai
কথাঃ ফকীর আতিকুর রহমান চিসতী
আশেক মাশুক পর্দা নাই
বান্দায় পর্দা টানছে ভাই
শিরকীর গােড়ায় মানুষ মন
বেপারীর বিরাম নাই
অনন্ত তৌহিদে ঘুরাে
আদি হতে অন্ত কাল মনের জমা পেলে তুমি
বুঝলে না নজুলের হাল
শিরকীর সব সুরত মূলে
রূপ ধরে ভ্রমণ করিলে বহুমূর্তি দেলে রইলে গুরুমূর্তি থাকে কই
রুপে রুপে নিরাকার সে
আহাদ রুপের সীমা নাই ভক্তিহিমে গুরুরূপ সে জমা কর আওয়াদনায়
সকল সৃষ্টি আয়না হবে
সর্বঠাই তােমায় দেখিবে
তুমি কার গলায় ছুরি চালাবে
তােমায় তুমি কাটছছা ভাই ॥
রূপ ডুবাডুব রঙ বদলা
নাসুতেরই হােবাব ঢেউ সংস্কার সাগরে পড়লে
উদ্ধারকর্তা নাহি কেউ
তােমার চামড়া পােড়া মনে নাই
দেওনা কেন গুরু দোহাই আর
শাফায়াত পাবে কই জীব তরাইতে আসে ঐ
ইশকের আগুনে পুড়ে
পর্দা সকল নফি হয় জ্ঞান সেখানে নিষ্ফল হয়ে ধ্যানে বস্তু পাওয়া যায়
অসার বস্তু গলায় পড়ে
রুহু দেখবে কেমন করে
হুর -রুহুতে পর্দা নাইরে
মিসকিন আতিক দেখ তাই