গুরুর গুরু সকলের গুরু
Gurur Guru Sokoler Guru
আলমগীর গীতি
তত্ত্ব সুধা
গুরুর গুরু সকলের গুরু
তুমি মা জননী
তোমার কাছে আছে মাগো
সকল কিছুর খনি।।
যখন পিতা ছিলো ঘুমে মগন
তারে তুমি করলা চেতন
দেখে তোমার রূপ দরশন
পিতা উঠে চমকিয়া আপনি।।
গুপ্তধনাগারে পিতা ছিলেন
প্রকাশ হইতে বেহুঁশ হলেন
তাই জননী বলে মা ডাকিলেন
প্রকাশ হইতে কাদের গনি।।