ধড়ে কোথায় মক্কা মদিনে
Dhore Kothay Mokka Modine
ফকির লালন সাঁই
ধড়ে কোথায় মক্কা মদিনে
চেয়ে দেখ নয়নে ।
ধড়ের খবর না জানিলে
ঘোর যাবেনা কোনোদিনে ।।
ওয়াহাদানিয়াতের রাহা
ভুল যদি মন কর তাহা
হুজুরে যেতে পথ পাবে না
ঘুরবি কত ভুবনে ।।
উপরওয়ালা সদর বারী
আলীপুরে তার কাচারী
সদাই করে হুকুম জারি
মক্কায় বসে নির্জনে ।।