চেতন গুরুর সঙ্গ কর দূরে যাবে অন্ধকার
Cheton Gurur Songo Koro Dure Jabe Andhokar
Lalon Song Lyrics
দীন শরৎ গীতি
চেতন গুরুর সঙ্গ কর দূরে যাবে অন্ধকার।
তখন জ্ঞানালোকে দেখতে পাবে ব্রহ্মময় ত্রিসংসার।
হইলে গুরুভক্তি নামে রুচি হবেরে তোর দেহশূচী।
তখন ভেদ রবেনা ব্রাহ্মণ মুচি, সমজ্ঞান সবাকার।।
নিত্য বস্তু শুদ্ধ তত্ত্ব, জেনে শুনে হওরে মত্ত।
কলুর চোখ বাঁধা বলদের মত, ঘুরিস নারে অনিবার।।
আত্মা রূপে সর্বজীবে, যখন তারে দেখতে পাবে।
তখন মনের ধাঁধা ঘুচে যাবে, রবে না তোর অহংকার।।