Moner Moto Pagol Pelam Na Lyrics
মনের মতো পাগল পেলাম না
মনের মতো পাগল পেলাম না
দেখি নকল পাগল সকল দেশে
আসল পাগল কয়জনা,
ও আমি, মনের মতো পাগল পেলাম না
ক্ষ্যাপা তাইতে পাগল হ’লাম না।
কেউ পাগল পিরিতি রসে
কেউ বিষয় লালসে,
ধনের জন্য মানের জন্য
পাগল সব দেশে,
তারা মোহে মত্ত সদাচিত
নিত্য সত্য মানে না।
আর কত দেবো পাগলের পরিচয়
দেশটা হলো পাগলময়,
আর রামকৃষ্ণদেবের মতো
আর কে পাগল হয়,
ও সে দেশের পাগল দেশেই রইল
আমরা তো চিনে নিতে পারলাম না।
শিবের মতো পাগল পাওয়া ভার
সুধাতে যে গরল জাগা হার,
ক্ষ্যাপা রে, বলদবাহন চর্ম-আসন,
সর্প অলংকার,
ও সে কিসের তরে ভিক্ষা করে
ঘরে যার অন্নপূর্ণা।
সবার ওপর এক পাগল আছে
এই বিশ্ব পাগল করেছে,
রাধার প্রেমে বিভোর হয়ে
গোলক ছেড়েছে,
ও যার বাঁশির গানে বৃন্দাবনে,
বৈদ্য উজান যমুনা।