Moner Moto Pagol Pelam Na Lyrics | মনের মতো পাগল পেলাম না

Moner Moto Pagol Pelam Na Lyrics

মনের মতো পাগল পেলাম না

মনের মতো পাগল পেলাম না

দেখি নকল পাগল সকল দেশে
আসল পাগল কয়জনা,
ও আমি, মনের মতো পাগল পেলাম না
ক্ষ্যাপা তাইতে পাগল হ’লাম না।

কেউ পাগল পিরিতি রসে
কেউ বিষয় লালসে,
ধনের জন্য মানের জন্য
পাগল সব দেশে,
তারা মোহে মত্ত সদাচিত
নিত্য সত্য মানে না।

আর কত দেবো পাগলের পরিচয়
দেশটা হলো পাগলময়,
আর রামকৃষ্ণদেবের মতো
আর কে পাগল হয়,
ও সে দেশের পাগল দেশেই রইল
আমরা তো চিনে নিতে পারলাম না।

শিবের মতো পাগল পাওয়া ভার
সুধাতে যে গরল জাগা হার,
ক্ষ্যাপা রে, বলদবাহন চর্ম-আসন,
সর্প অলংকার,
ও সে কিসের তরে ভিক্ষা করে
ঘরে যার অন্নপূর্ণা।

সবার ওপর এক পাগল আছে
এই বিশ্ব পাগল করেছে,
রাধার প্রেমে বিভোর হয়ে
গোলক ছেড়েছে,
ও যার বাঁশির গানে বৃন্দাবনে,
বৈদ্য উজান যমুনা।

Moner Moto Pagol Pelam Na Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *