বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয়রে
Barir Pashe Modhumoti Pubal Howa Boyre
Lokogeeti
বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয়রে,
বন্ধুর মনে রং লাগাইয়া প্রানে দিলো জ্বালারে… (২)
ভাদ্র মাসের আকাশ আমার সাদা মেঘের ভেলা,
কোথায় রইলা প্রান বন্ধুয়া রাখিয়া একেলা (২)
কষ্টে কাটে দিন রজনি বুকে ব্যাথার ঢেউরে,
বন্ধুর মনে রং লাগাইয়া প্রানে দিলো জ্বালারে… ঐ
চৈত্র মাসে মাটির বুকে লাগে দারুন ক্ষরা,
বন্ধু বিনে আমার জীবন প্রান থাকিতেও মরা (২)
সব কথা কি যায়রে বলা আমি ভালো নাইরে,
বন্ধুর মনে রং লাগাইয়া প্রানে দিলো জ্বালারে… ঐ