পিন্দারে পলাশের বন পালাব পালাব মন | Pindare Polasher Bon Palabo Palabo Mon | LokoGiti

পিন্দারে পলাশের বন পালাব পালাব মন

Pindare Polasher Bon Lyrics

Pindare Polasher Bon Palabo Palabo Mon | LokoGiti
Song: Pindare Polasher Bon
Lyricist: Sunil Mahato

পিন্দারে পলাশের বন পালাব পালাব মন

পিঁদাড়ে পলাশের বন

পালাব পালাব মন

পিঁদাড়ে পলাশের বন

পালাব পালাব মন

নেংটি ইঁদুরে ঢোল কাটে

হে কাটে হে,

বতরে পিরীতির ফুল ফুটে

হামার বঁধু রাইত কানা

বাড়ির পথে আনাগোনা

হামার বঁধু রাইত কানা

বাড়ির পথে আনাগোনা

ভিনসারে উঠে ধান কুটে

হে কুটে হে,

বতরে পিরীতির ফুল ফুটে

পিঁদাড়ে পলাশের বন

পালাব পালাব মন

পিঁদাড়ে পলাশের বন

পালাব পালাব মন

নেংটি ইঁদুরে ঢোল কাটে

হে কাটে হে,

বতরে পিরীতির ফুল ফুটে

আলতা সিঁদুরে রাঙা

বিহা ছাড়্যে কইরব সাঁঘা

আলতা সিঁদুরে রাঙা

বিহা ছাড়্যে কইরব সাঁঘা

দেখি বউটা খাটে কিনা খাটে

হে খাটে হে,

বতরে পিরীতির ফুল ফুটে

সুনীলের বঠে জুড়া

দেখিস ব ভৈরব খুড়া

দিস না ব ধুলা পরের ভাতে

হে ভাতে হে,

বতরে পিরীতির ফুল ফুটে

অহরে পহরে ডাক

কথা কানে গুঁজে রাখ

রটে যা তার কিছু কিছু ঘটে

ঘটে হে,

বতরে পিরীতির ফুল ফুটে

Pindare Polasher Bon Lyrics

পিন্দারে পলাশের বন পালাব পালাব মন
নেংটি ইন্দুরে ঢোল কাটে হে কাটে হে
বতরে পিরিতির ফুল ফুটে হে
আলতা সিন্দুরে রাঙা, বিহা ছেড়ে করব সাঙা
দেখি কেমনে কিনা কাইটে হে কাটে হে
বতরে পিরিতির ফুল ফুটে হে
হামার বঁধু রাইত কানা, বাড়ির পথে আনাগোনা
হিংসরাই উঠে ধান কুটে হে কুটে হে
বতরে পিরিতির ফুল ফুটে হে

 

 

 

Check Also

a logo for keylyrics.com

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *