নাই পুশিদায় নাই ছফিনায়
Nai Pushiday Nai Chofinay
Lalon Song
ফকির লালন সাঁই
নাই পুশিদায় নাই ছফিনায়
দেখো খোদা বর্তমান ।
রূপ না দেখে সেজদা দিলে
দলিলে তা কয় হারাম ।।
বরজোখ ব্যতীত সেজদা
কবুল করে না খোদা
সকলই তার হবে ফয়দা
বেজার হবে সোবহান
রূপ না দেখে কূপে বসে
কারে ডাকো মোমিন চাঁন ।।
আলহামদু কুল হু আল্লাহ
এই দেহেতে আছে মিলা
আত্তাহিয়াতু আত্মায় আল্লাহ
একেশ্বর বর্তমান
মানবদেহে বিরাজ করে
খোদ খোদা সোবহান ।।
লাহুত নাসুত মালকুত জবরুত
তার উপরে আছে হাহুত
কোরানে রয়েছে সাবুদ
পড়ে করো অভিধান
নয় দরজা মেরে তালা
বরজোখ করো ছোড়ান ।।
স্বরূপেতে যাবে বলে
মুর্শিদের দয়া হলে
জবরুতের পর্দা খুলে
দেখায় তারে রূপ বর্তমান
সিরাজ সাঁই কয় অবোধ লালন
আর হবে কবে জ্ঞান ।।