কোন রাগের অনুরাগী সোনাবন্ধুর বাঁশি
Kon Rager Anuragi Sonabondhur Banshi
কোন রাগের অনুরাগী সোনাবন্ধুর বাঁশি
কোন চান্দের আরশি চাইয়া চোখে নাইরে হাসি।
কোন রূপের ঘ্রানে বন্ধু রূপে লাগে কালি
মনের পাখি গেলো উড়ে পিঞ্জিরা কইরা খালি,
কুলের মুখে কার কুলোমুখ…হলোরে উদাসী।
কোন রাগের অনুরাগি……
পারের কাছে আইসা তার পারের তরী ডুবিলো,
বন্ধুর মুখ দেখবার আগে হাতের পিদিম নিভিলো।।
নদীও শুকায়রে জানি শুকায়না চোখের জল
সাগরেও তল মিলেরে দুঃখ সিন্ধুর নাইরে তল,
জন্মের মত জন্মের আশা……
সোনা বন্ধু …ও সোনা বন্ধু…..
কি আশেরে ভাসে…………