আমার বিয়ের ভাবনা ভেবে ভেবে
Amar Biyer Bhabna Bhebe Bhebe
ক্ষ্যাপা পাগলা
বাসুদেব বাউল
আমার বিয়ের ভাবনা ভেবে ভেবে
পেকে গেলো মাথার চুল
কোনদিন ফুটিবে গুরু
আমার বিয়ের ফুল।
এক বয়সী ছিলো যারা
তিন ছেলের বাপ হলো তারা
এমনি আমার কপাল পোড়া
আইবুড়োতে পাকলো চুল।
আমার বিয়ের বরযাত্রী যারা
সকলে ভাই গামছা পরা
আমার কাসর,বাজন কলসী কোদাল
শ্বশুরবাড়ী নদীর কূল।