কামের ঘরে কপাট মেরে
Kamer Ghore Kopat Mere
ফকির লালন সাঁই
কামের ঘরে কপাট মেরে
উজান মুখে চালাও রস ।
দমের ঘর বন্ধ রেখে
যম রাজারে করো বশ ।।
সেই রসে হয় শতধারা
জানে সুজন রসিক যাঁরা
প্রাণ থাকিতে জ্যান্তে মরা
জঙ্গলে সে করে বাস ।।
অরুন বরুণ বায়ু ক্ষিতি
এ চার রসে নিষ্ঠারতি
সেই রসে জ্বালায় বাতি
ত্রিসন্ধ্যা বারোমাস ।।
ঘুমের ঘুম পাড়িয়ে রেখো
চেতন হয়ে ঠাওরে দেখো
মন তুমি হুঁশিয়ার থেকো
সঙ্গে ইন্দ্রিয় জনা দশ ।।
সিরাজ সাঁই বলে ঘুমকে
রাখো শিকেয় তুলে
লালন তুই ভাবিস কেনে
গলে লাগাও প্রেমের ফাঁস ।।