কোন দিন সূর্যের অমাবস্যে
Kon Din Surjer Omabosya
Lalon Pad
ফকির লালন সাঁই
কোন দিন সূর্যের অমাবস্যে ।
দেখি চাঁদেও অমাবস্যা মাসে মাসে ।।
আকাশে পাতালে শুনবো না
দেহ-রতির চাই উপাসনা
কোন পথে কখন করে আগমন
চাঁদ-চকোরে খেলে কখন এসে ।।
বার মাসে ফোটে চব্বিশ ফুল
জানতে হয় কোন ফুলে কার মূল
আন্দাজী সাধন কর না রে মন
মূলে ভুলিলে ফল পাবি কিসে ।।
যে করে এই আসমানী কারবার
না জানি তার কোথায় বাড়ি-ঘর
যদি চেতন-গুরু পাও তাহারে শুধাও
লালন বলে ঘুচবে মনের দিশে ।।