অসার কে ভাবিয়া সার দিন গেল আমার
Osar Ke Bhabiya Sar Din Gelo Amar
Lalon Pod
ফকির লালন সাঁই
অসার কে ভাবিয়া সার দিন গেল আমার
সার বস্তুধন হলাম হারা ।
হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে
দেখে শুনে লালস গেল না মারা ।।
মহতে কয় থাকলে পূর্ব সুকৃতি
দেখেশুনে হতো গুরু পদে মতি
আমার থাকতো যদি সে সুকৃতি
তবে কি আর আমি হতাম পামরা ।।
গুরু যার সহায় হয় এ সংসারে
লোভে সাঙ্গ দিয়ে সে যাবে সেরে
অঘাটায় মরণ হল আমারে
জানলাম না গুরুর করণ কী ধারা ।।
সময় ছাড়িয়া বুঝিলাম এখন
গুরু কৃপা বিনে বৃথা এ জীবন
ভাবিয়া কয় ফকির লালন
আর কি আমি পাব সেই অধরা ।।