আমারে জ্বালাইয়া প্রাণবন্ধু আছো কত সুখে | Amare Jalaiya Pranbondhu Acho Koto Sukhe | হাসান মিয়া চিশতী নিজামী

আমারে জ্বালাইয়া প্রাণবন্ধু আছো কত সুখে
Amare Jalaiya Pranbondhu Acho Koto Sukhe
গীতিকার : হাসান মিয়া চিশতী নিজামী
শিল্পী: রহিমা সরকার
আমারে জ্বালাইয়া প্রাণবন্ধু
আছো কত সুখে
আগুন আর জ্বালাইস না বুকে।
যে দিন হইতে গেছো তুমিরে
ও সখিরে ছাড়িয়া আমারে
ওরে সেদিন হইতে একটা কথাও
আজ অবধি শুনলাম না তোর মুখে
আগুন আর জ্বালাইস না বুকে।
ওরে যেথায় বসে কত কিছু
ও প্রাণ বন্ধুরে কইছো সুখে দুঃখে
ওরে সেদিকে নজর করিলে
আমি দেখতে পাই তোমারে রে
আগুন আর জ্বালাইস না বুকে।
ওরে কে লইবে আমার খবর
ও সইরে তোমার হাসান কেমন আছে
এমন দরদি আমার নাইরে ভবে
তাকাবে এই মুখে
আগুন আর জ্বালাইস না বুকে।
আমারে জ্বালাইয়া প্রান বন্ধু | Amare Jalaiya Pranbondhu Acho Koto Sukhe | হাসান মিয়া চিশতী নিজামী

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *