কি রূপ সাধনের বলে অধর ধরা যায়
Ki Rup Sadhoner Bole Adhar Dhara Jay
ফকির লালন সাঁই
কি রূপ সাধনের বলে অধর ধরা যায় ।
নিগূঢ় সন্ধান জেনে শুনে
সাধন করতে হয় ।।
পঞ্চতত্ত্ব সাধন করে
পেত যদি সে চাঁদেরে
তবে কেন বৈরাগ্যেরা আঁচলা গুড়রি টানে
কুলের বাহির হয় যে বাঞ্ছায় ।।
বৈষ্ণবের ভজন ভালো
তাই বলে ভক্তি ছিল
ব্রহ্মজ্ঞানী যারা সদায় বলে তারা
শাক্ত বৈষ্ণবের নাই স্বয়ং পরিচয় ।।
শুনে ব্রহ্মজ্ঞানীর বাক্য
দরবেশে করে ঐক্য
ব্রহ্মজ্ঞান যার নাই ম’লে ব্রহ্ম কি সে পায়
লালন বলে দরবেশ একি কথা কয় ।।