মুর্শিদ তত্ত্ব অথৈ গভীরে
Murshid Tottwa Athai Govire
Lalon Fakir
ফকির লালন সাঁই
মুর্শিদ তত্ত্ব অথৈ গভীরে ।
চার রসের মূল সেই রস
রসিকে জানতে পারে ।।
চার পথে চার নায়েক জানি
খাক আতশ পবন পানি
মুর্শিদ বলে কারে মানি
দেখ দেখি হিসাব করে ।।
শরিয়ত তরিকত আর যে
হাকিকত মারফত লিখেছে
এ চার ছাড়া পথ আছে
জানে দরবেশ ফকিরে ।।
পনের পোয়া দেহের বলন
করতে যদি পার লালন
তবে স্বদেশের চলন
জানবি সেই অনুসারে ।।